কোরআনের অনুরুপ একটি আয়াত!
: এতই আপনাদের নাস্তিকদের অহংকার, তবে কোরআনের মত একটা সুরা লিখে দেখান, নিদেন পক্ষে একটা আয়াত? কেউ কি পেরেছে, না পারবে কোরআনের মত একটি আয়াত লিখে দেখাতে? পারলে তবেই আপনার কথা মেনে নেবো।
: “ৎ ঋ ড়”
: এটা কি কিছু হলো নাকি? এর অর্থ কি? হাবিজাবি কিছু বললেই হয়?
: আচ্ছা, আলীফ লাম মীমের অর্থ কি?
: এর অর্থ শুধু এর লেখক পরম করুনাময় জানেন।
: “ৎ ঋ ড়” এর অর্থও এর লেখক(আমি) জানেন, কিন্তু গুপ্তজ্ঞান বিধায় আপনাকে বলা যাচ্ছে না।
: শালা নাস্তিক কুনখানকার।
প্রথম প্রকাশঃ Sep 18, 2011