অধিক শপথ/কসম করা খারাপ লক্ষণ?
আল্লাহ কোরআনে বলেছেন যে,
যে অধিক শপথ/কসম করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
কোরআন ৬৮/১০
এবারে আল্লাহর কসম/শপথের আয়াতসমূহ দেখুন। দেখুন তো কিসের কিসের শপথ করেছে এবং গুণে দেখুন তো কতবার!!!
কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবেনা, যে পর্যন্ত না তারা তাদের বিবাদে তোমাকে বিচারক করে, তারপর তুমি যে বিচার কর তাতে তাদের মন সবরকম সংকীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।
কোরআন ৪/৬৫
তোমার জীবনের শপথ, তারা আপন নেশায় মত্ত ছিল
কোরআন ১৫/৭২
সুতরাং শপথ তোমার রবের। তাদের সবাইকে অবশ্যই আমি জিজ্ঞাসিত করব
কোরআন ১৫/৯২
তারা আমার দেয়া রিজিক থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে, যাদের কোনো খবরই তারা রাখেনা। আল্লাহর শপথ, তোমরা যে অপবাদ আরোপ করছ, সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে।
কোরআন ১৬/৫৬
শপথ আল্লাহর। আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ে রাসুল প্রেরণ করেছি। অতঃপর শয়তান তাদেরকে কর্ম সমূহ শোভনীয় করে দেখিয়েছে। আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
কোরআন ১৬/৬৩
সুতরাং শপথ তোমার রবের। আমিতো তাদেরকে শয়তানদের সাথে একত্রে সমবেত করবই এবং পরে আমি তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করবই
কোরআন ১৯/৬৮
শপথ জ্ঞানগর্ভ কোরআনের
কোরআন ৩৬/২
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো
কোরআন ৩৭/১
এবং শপথ যারা কঠোর পরিচালক
কোরআন ৩৭/২
সা’দ, শপথ উপদেশপূর্ণ কোরআনের
কোরআন ৩৮/১
শপথ সুস্পষ্ট কিতাবের
কোরআন ৪৩/২
শপথ সুস্পষ্ট কিতাবের
কোরআন ৪৪/২
গৌরবময় কোরআনের শপথ
কোরআন ৫০/১
শপথ ঝঞ্চাবায়ুর
কোরআন ৫১/১
অতঃপর বোঝা বহনকারী মেঘের শপথ
কোরআন ৫১/২
অতঃপর কর্ম বণ্টনকারী ফেরেশতাদের শপথ
কোরআন ৫১/৪
শপথ বহু পথবিশিষ্ট আকাশের
কোরআন ৫১/৭
নভোমণ্ডল এবং ভূমণ্ডলের পালনকর্তার শপথ, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য
কোরআন ৫১/২৩
শপথ তূর পর্বতের
কোরআন ৫২/১
এবং শপথ লিখিত কিতাবের
কোরআন ৫২/২
শপথ বায়তুল মা’মুরের
কোরআন ৫২/৪
শপথ সমুন্নত ছাদের(আকাশের)
কোরআন ৫২/৫
কোরআন এবং শপথ উত্তাল সমুদ্রের
কোরআন ৫২/৬
নক্ষত্রের শপথ, যখন তা অস্তমিত হয়
কোরআন ৫৩/১
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের
কোরআন ৫৬/৭৫
নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে
কোরআন ৬৮/১
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি
কোরআন ৬৯/৩৮
আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম
কোরআন ৭০/৪০
কখনই না, চাঁদের শপথ
কোরআন ৭৪/৩২
শপথ রাত্রির যখন তার অবসান হয়
কোরআন ৭৪/৩৩
শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়
কোরআন ৭৪/৩৪
আমি শপথ করি কিয়ামত দিবসের
কোরআন ৭৫/১
আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়
কোরআন ৭৫/২
কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ
কোরআন ৭৭/১
সজোরে প্রবাহিত ঝড়ো হাওয়ার শপথ
কোরআন ৭৭/২
শপথ সঞ্চালনকারী বায়ুর
কোরআন ৭৭/৩
মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ
কোরআন ৭৭/৪
ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাদের শপথ
কোরআন ৭৭/৫
শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে উৎপাটন করে
কোরআন ৭৯/১
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে
কোরআন ৭৯/২
শপথ তাদের যারা তীব্র গতিতে সাঁতার কাটে
কোরআন ৭৯/৩
শপথ তাদের যারা দ্রুতগতিতে অগ্রসর হয়
কোরআন ৭৯/৪
শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে
কোরআন ৭৯/৫
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়
কোরআন ৮১/১৫
শপথ রাতের যখন তা বিদায় নেয়
কোরআন ৮১/১৭
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
কোরআন ৮৪/১৬
এবং শপথ রাত্রির, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার
কোরআন ৮৪/১৭
এবং শপথ চন্দ্রের যখন তা পূর্ণরূপ লাভ করে
কোরআন ৮৪/১৮
শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের
কোরআন ৮৫/১
শপথ দ্রষ্টা ও দৃষ্টের
কোরআন ৮৫/৩
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর
কোরআন ৮৬/১
শপথ চক্রশীল আকাশের
কোরআন ৮৬/১১
এবং শপথ পৃথিবীর যা বিদীর্ণ হয়
কোরআন ৮৬/১২
শপথ ঊষার
কোরআন ৮৯/১
শপথ দশ রাত্রির
কোরআন ৮৯/২
শপথ জোড় ও বিজোড়ের
কোরআন ৮৯/৩
এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
কোরআন ৮৯/৪
আমি শপথ করছি নগরের
কোরআন ৯০/১
শপথ জনকের ও যা জন্ম দেয়
কোরআন ৯০/৩
শপথ সূর্যের ও তার কিরণের
কোরআন ৯১/১
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়
কোরআন ৯১/২
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে
কোরআন ৯১/৩
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে
কোরআন ৯১/৪
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার
কোরআন ৯১/৫
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার
কোরআন ৯১/৬
শপথ প্রাণের এবং যা তিনি সুবিন্যস্ত করেছেন
কোরআন ৯১/৭
শপথ রাতের যখন তা আচ্ছাদিত করে
কোরআন ৯২/১
এবং শপথ দিনের যখন তা আলোকিত হয়
কোরআন ৯২/২
এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন
কোরআন ৯২/৩
শপথ পূর্বাহ্ণের
কোরআন ৯৩/১
শপথ রাত্রির যখন তা গভীর হয়
কোরআন ৯৩/২
শপথ তীন ও যাইতুন এর
কোরআন ৯৫/১
শপথ সিনাই পর্বতের
কোরআন ৯৫/২
এবং শপথ এই নিরাপদ নগরীর
কোরআন ৯৫/৩
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের
কোরআন ১০০/১
কালের শপথ
কোরআন ১০৩/১
ওরে বাপরে এত্ত শপথ?
এ তো মুহাম্মদ কসম খাচ্ছে,আমার মনে হয় কোরান আল্লার বানি নয়।