মুরতাদের শাস্তি – সাইয়েদ আবু আ’লা মওদূদী
২০ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম স্কলারদের মধ্যে একজন সাইয়েদ আবু আ’লা মওদূদী ‘র প্রখ্যাত গ্রন্থ মুরতাদের শাস্তি এর লিঙ্ক এবং অংশবিশেষ নাস্তিক্য ডট কমের পাঠকদের জন্য দেয়া হলো। বইটির ডাউনলোড লিংক । উল্লেখ্য, সাইয়েদ আবু আ’লা মওদূদী ইসলামের ইতিহাসে ইমাম গাজ্জালির পরে অন্যতম গুরুত্বপূর্ণ স্কলার, ইতিহাসের দ্বিতীয় এবং সর্বশেষ ব্যক্তি যাহার গায়েবানা জানাজার নামাজ কাবাতে পড়া হয়।
মুরতাদ হত্যার ব্যপারে যে শরিয়া আইণ আছে এবং যে হাদিস গুলোক ভিত্তি করে এই বিধান বানানো হয়েছে – সেটা সরাসরি কোরান বিরুধী , অন্ত্যত ৬ টি কোরানের আয়াত আছে মুরতাদ হত্যার বিপক্ষে । এই ব্যপারে জনাব হাসান মাহমুদ ( শরিয়া আইণের এক্সপার্ট) এর লিখাটার লিংকটা এখানে দেওয়া হোল । উল্লেখ মমিনরা কোরানের আয়াত গুলোকে মান্য করে না এবং এখন ও তাদের অবস্থান মুরতাদ হত্যার পক্ষে –ধন্যবাদ
http://www.shariakibole.com/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95/
Anisur Rahaman
আপনার এই লেখাটা পড়া উচিত
https://www.shongshoy.com/archives/12031
মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড এই ব্যাপারে চার মাজহাব একমত। এটা বোধহয় আপনি জানেন না।
আর আপনি যে আয়াত গুলো দেখালেন তা মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড তা মুহাম্মদ এর ঘোষণা দেওয়ার আগে নাজিল হয়েছিল (নাজিল করা হয়েছিলো) তাই এই আয়াত গুলো এখানে খাটবে না
আপনার হয়তো জানা নেই এরকম অসংখ্য কোরআন এর আয়াত আছে যা হাদীস দ্বারা রোহিত।