স্ত্রীর ওপর স্বামীর হক | ইমাম আল-গাযযালী
ইসলামের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-গাযযালী রচিত ‘এহইয়াউ উলুমিদ্দীন’ বিগত আট শতাধিক বছর ধরে সমগ্র মুসলিম জাহানে সর্বাধিক পঠিত একটি মহাগ্রন্থ। আজ পর্যন্তও মুসলিমদের মধ্যে এ গ্রন্থটি একটি অনন্য এবং অপ্রতিদ্ব্ন্দ্বী ইসলামী গ্রন্থ হিসেবে গণ্য করা হয় ।
ইমাম গাজ্জালির জীবনের সর্বাপেক্ষা মূল্যবান ফসল এহইয়া্উ উলুমিদ্দীন বা দ্বীনী এলেমের সঞ্জীবন সুধা । এ গ্রন্থে ইসলামী এলেমের প্রতিটি দিক পবিত্র কুরআন – হাদীস , যুক্তি ও অনুসরনীয় মনীষীদের বক্তব্য দ্বারা যেভাবে বোঝানো হয়েছে, এমন রচনারীতি এক কথায় বিরল । বিশেষত: এ গ্রন্থটির দ্বারাই ইমাম সাহেব ‘হাজ্জাতুল ইসলাম’ বা ইসলামের যুক্তিঋদ্ধ কন্ঠ উপাধিতে বরিত হয়েছেন । সমগ্র মুসলিম উম্মাহ তাকে একজন ইমামের মর্যাদায় অভিষিক্ত করেছে।
“সংশয় – চিন্তার মুক্তির আন্দোলন”-এর পাঠকদের জন্য এই গ্রন্থ থেকে প্রকাশ করা হলো স্ত্রীর ওপর স্বামীর হক অংশটি। লেখাটি নারী পাঠকদের জন্য অবশ্য পাঠ্য।