সৌদি আরব থেকে প্রকাশিত সরাসরি সরকারী ওয়েবসাইটে এই ফতোয়া পরিষ্কারভাবে দেয়া হয়েছে যে, বাল্যবিবাহ সম্পূর্ণ হালাল, সহবাসও হালাল এবং তা শুধু নবীর জন্যেই নয়, সকলের জন্যেই হালাল। এই ফতোয়াটি সৌদি সর্বোচ্চ স্কলারবৃন্দ যেমন সাবেক গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ ইবনে বাজ এবং বর্তমান সময়ের গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ আল শেইখ সহ সর্বোচ্চ ইসলামিক স্কলারদের অন্যতম শায়েখ সালিহ আল ফাউজান এবং ইফতা কমিটি দ্বারা সত্যায়িত। আসুন সেটিও দেখে নিই- [1]
The first question of Fatwa no. 18734
Q 1: Is it true that the Prophet’s marriage to `A’ishah while still young was one of his particularities or was it a legislation for the whole Ummah?
Is it permissible to consummate marriage with immature girl? If not, how then should she observe three months as `Iddah (waiting period)?
A: The Prophet (peace be upon him) betrothed `Aishah (may Allah be pleased with her) while she was six years old. He consummated the marriage in Al-Madinah when she was nine years old. Actually, this is not a particularity just for him. Thus, it is permissible to contract the marriage of an immature girl and consummate it.
(Part No. 18; Page No. 125)
even before maturity if she is able to. As for the `Iddah of an immature girl, Allah (Glorified and Exalted be He) defined the `Iddah of those who have passed the age of monthly courses and those who are still immature to be three months. Allah (Exalted be He) said, And those of your women as have passed the age of monthly courses, for them the ‘Iddah (prescribed period), if you have doubt (about their periods), is three months; and for those who have no courses (i.e. they are still immature) In fact, immature girls are included under the category: …and for those who have no courses (i.e. they are still immature) their ‘Iddah (prescribed period) is three months likewise, except in case of death). May Allah grant us success. May peace and blessings be upon our Prophet Muhammad, his family, and Companions.
The Permanent Committee for Scholarly Research and Ifta’
Member: Bakr Abu Zayd Member: Salih Al-Fawzan Deputy Chairman: `Abdul-`Aziz Al Al-Shaykh Chairman:`Abdul-`Aziz ibn `Abdullah ibn Baz
এবারে আসুন সৌদি সরকার কর্তৃক প্রকাশিত ড. সালেহ আল ফাওযান এর একটি গ্রন্থ থেকে দেখে নিই, ইসলাম হাউজ থেকে যেই বইটির বাঙলা অনুবাদ পাওয়া যায়। যার অনুবাদ করেছেন ড আবু বকর মুহাম্মদ যাকারিয়া [2]
তথ্যসূত্র
- It is permissible to contract the marriage of an immature girl and consummate it [↑]
- মুমিন নারীদের বিশেষ বিধান, ড. সালেহ ইবনে ফাওযান আল ফাওযান, ইসলাম হাউজ, অনুবাদকঃ সানাউল্লাহ নজির আহমেদ, সম্পাদকঃ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া, পৃষ্ঠা ৯৫, ৯৬ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"