30.গুই সাপ খাওয়া হালাল

ইসলামে গুই সাপ খাওয়া হালাল। বর্তমানে অনেক অনুবাদে গুই সাপকে আরবিতে অনুবাদ করে তথ্যটি গোপন করার চেষ্টা হয়। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বইতে বিষয়টি বর্ণিত আছে [1] [2]

সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৫৯/ যবাহ করা, শিকার করা
পরিচ্ছেদঃ ২১৯৯. গুঁই সাপ
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৫১৩৮, আন্তর্জাতিক নাম্বারঃ ৫৫৩৬
৫১৩৮। ইবনু ইসমাঈল (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দব্ব আমি খাই না, আর হারামও বলিনা।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)

গুই
গুই সাপ হালাল

এবারে আসুন এই সম্পর্কিত ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি, [3]

গুই 2
গুই 4
গুই 6
গুই 8

তথ্যসূত্র

  1. সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৫১৩৮ []
  2. সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড ৯, পৃষ্ঠা ১৮৭ []
  3. সহিহ মুসলিম শরীফ (প্রয়োজনীয় ব্যাখ্যাসহ বঙ্গানুবাদ), আল হাদীছ প্রকাশনী, ১৭ ও ১৮ তম খণ্ড, পৃষ্ঠা ৪০৩, ৪০৫, ৪০৬, ৪০৭ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"