17.জারজ সন্তানদের জানাজা

ইসলামে জারজ সন্তানদের জানাজা পড়াতে আলেমদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আসুন এই সম্পর্কে জেনে নেয়া যাক [1]

জারজ সন্তান 5

একইসাথে বলা হয়েছে, জারজ সন্তান তিনটি মন্দের অন্যতম [2]

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২৪/ দাসত্বমুক্তি
পরিচ্ছেদঃ ১২. জারজ সন্তান মুক্ত করা
৩৯৬৩। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জারজ সন্তান তিনটি মন্দের অন্যতম। আবূ হুরাইরাহ (রাঃ) বলেন, আল্লাহর পথে চাবুক দ্বারা উপকৃত হওয়া আমার নিকট জারজ সন্তান আযাদ করার চেয়ে বেশী প্রিয়।
সহীহ।
আহমাদ, বায়হাক্বী, হাকিম।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)

তথ্যসূত্র

  1. ছালাতুর রাসূল (ছাঃ), আসাদুল্লাহ আল-গালিব, পৃষ্ঠা ২১৬ []
  2. সুনান আবূ দাউদ (তাহকিককৃত), হাদিসঃ ৩৯৬৩ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"