ইসলাম ধর্ম অনুসারে আল্লাহ পাক হচ্ছেন সর্বজ্ঞানের অধিকারী, সবচাইতে বেশি বুদ্ধিমত্তার এমন এক সত্তা, যার জ্ঞানবুদ্ধির কোন সীমা নেই। তো এত বুদ্ধিমান এবং সবার থেকে বেশি পাকনা আল্লাহ পাক মানুষকে শিখিয়ে দিচ্ছেন, কীভাবে মৌন ব্রত বা মৌন থাকার রোজা রাখতে হবে। আয়াতটি পড়ুন এবং এই আয়াতে বুদ্ধিমানের জন্য রয়েছে এক ইশারা [1]
অতঃপর খাও, পান কর আর (তোমার) চোখ জুড়াও। যদি তুমি কোন লোককে দেখতে পাও তাহলে বলবে- আমি রহমান আল্লাহর জন্য সাওম পালনের মানৎ করেছি, কাজেই আমি কোন মানুষের সঙ্গে আজ কিছুতেই কথা বলব না।’
— Taisirul Quran
সুতরাং আহার কর, পান কর ও চক্ষু জুড়িয়ে নাও; মানুষের মধ্যে কেহকে যদি তুমি দেখ তখন বলঃ আমি দয়াময়ের উদ্দেশে মৌনতা অবলম্বনের মানত করেছি; সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে বাক্যালাপ করবনা।
— Sheikh Mujibur Rahman
‘অতঃপর তুমি খাও, পান কর এবং চোখ জুড়াও। আর যদি তুমি কোন লোককে দেখতে পাও তাহলে বলে দিও, ‘আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোন মানুষের সাথে কিছুতেই কথা বলব না’।
— Rawai Al-bayan
‘কাজেই খাও, পান কর এবং চোখ জুড়াও। অতঃপর মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখ তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশে মৌনতা অবলম্বনের মানত করেছি [১]। কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না [২]
— Dr. Abu Bakr Muhammad Zakaria
তথ্যসূত্র
- সূরা মরিয়ম, আয়াত ২৬ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"