বিভিন্ন ধর্মের মানুষ বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলমানগণ প্রায়শই তাদের ধর্মের একটি চরিত্র ঈশ্বর বা আল্লাহ নামক এক সত্ত্বার অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করেন। তারা দাবী করেন, তাদের ধর্মীয় গ্রন্থটি নাকি সেই সত্ত্বা খোদ নিজে লিখে পাঠিয়েছে। এবং তাদের নবী নাকি সত্যবাদী, তাই তার দাবীকৃত এই কথাটিও সত্য। কিন্তু নবী নিজে কী কোনদিন আল্লাহকে নিজের চোখে দেখেছেন? অর্থাৎ মুহাম্মদ কি নিজে কোনদিন আল্লাহকে দেখেছে? নাকি পুরো ব্যাপারটিই তার শোনা কথা? আসুন একজন আলেমের মুখে শুনি,