05.নারীরা শিক্ষা দিতে পারবে না

নারীরা শিক্ষা দিতে পারবে না তাদের কোনো শিক্ষা দেয়ার অধিকার নেই।  কোনো খ্রীস্টান নারী স্কুল টিচার কি একথা জানেন বা তারা কি এই নিয়ম আদৌ মানেন?  তারা তো তাদের মনের অজান্তেই ঈশ্বরের কথার বিরোধিতা করে চলেছেন একবার চিন্তা করে দেখুন বাইবেলের এই নিয়ম বর্তমান পৃথিবীতে আবারো ফিরিয়ে আনলে কি অবস্থা হবে [1]

মহিলাকে সমস্ত বশীকরণের সাথে নীরবে শিখতে দিন। কিন্তু আমি কোন স্ত্রীলোককে শিক্ষা দিতে বা পুরুষের উপরে কর্তৃত্ব করার জন্য নয়

চুপচাপ তাদের স্বামীদের কাছে থেকে সকল প্রকার বশীভূতকরণের মাধ্যমে শিক্ষা নিতে হবে। নারীরা শিক্ষা দিতে পারবে না এবং পুরুষদের উপর কর্তৃত্ব করার অধিকারও তাদেরকে দেওয়া হয়নি।

তথ্যসূত্র

  1. ১ তীমথিয় ২: ১১-১২ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"