03.হেরাগুহায় পৌত্তলিক প্রার্থনা

হেরা পর্বতের গুহায় নবী মুহাম্মদের যাতায়াত সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। সেখানেই নবী মুহাম্মদের ওপর কথিত ওহী নাজিলের সুচনা হয়েছিল। নবী মুহাম্মদ মাঝে মাঝেই কয়েকদিনের জন্য হেরা পাহাড়ের গুহায় চলে যেতেন, সেখানে একাকী প্রার্থনা করতেন বলে জানা যায়। কিন্তু এই প্রার্থনাটি কী ইসলামিক ছিল? এই ধরণের প্রার্থনা কী নবী মুহাম্মদের আবিষ্কার ছিল? নাকি এটি তার পূর্বেই একধরনের পৌত্তলিক উপাসনা হিসেবে বিবেচিত হতো? উল্লেখ্য, এই ধরণের প্রার্থনাকে taḥannuth (تَحَنُّث) বলা হয়। আসুন বিষয়টি যাচাই করে দেখি।

ইবনু ইসহাক বলেন, ‘এভাবে নিঃসঙ্গ ইবাদত জাহেলিয়াতের রীতি ছিল। তাঁর কওম পূর্ব থেকেই যেমন আশূরার ছিয়াম পালন করত, তেমনি হেরা গুহায় নিঃসঙ্গ ইবাদত করত। আবদুল মুত্ত্বালিব এটি প্রথম করেন’। এবং আমরা জানি যে, আবদুল মুত্ত্বালিব ছিলেন একজন পৌত্তলিক, যেই রেফারেন্স উপরে দেয়া হয়েছে। তাই হেরা গুহায় “তাহান্নুস” নামক এই প্রার্থনাও ছিল একটি পৌত্তলিক প্রথা। এর অর্থ হচ্ছে, নবী মুহাম্মদ আসলে পৌত্তলিক প্রথায় হেরা গুহায় প্রার্থনা করতেন এবং পৌত্তলিক রীতিতে প্রার্থনা করেই তিনি আল্লাহর ওহী লাভ করেছেন। [1]

হেরাগুহায়

খুবই গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হচ্ছে, নবী মুহাম্মদের একটি বক্তব্য। যেখানে দেখা যাচ্ছে, নবী আবু বকরকে নিয়ে হেরা গুহায় প্রার্থণা করতে যেতেন। বিষয়টি আগ্রহ উদ্দীপক [2]

হেরাগুহায় 1

মুহাম্মদ সম্পর্কিত সম্পূর্ণ লেখাটি এখান থেকে পড়তে পারেন [ নবী মুহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন? ]

তথ্যসূত্র

  1. সীরাতুর রাসুল (ছাঃ), নবীদের কাহিনী-৩, মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালীব, পৃষ্ঠা ৮২ []
  2. সীরাতুল মুস্তফা (সা), খণ্ড ৩, আল্লামা ইদরীস কান্ধলভী (রহ.), ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ১০০ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"