ইসলামের খুব নির্মম এবং অসভ্য একটি বিধানের কথা এখানে উল্লেখ করছি। ধরুন, আপনি ভারতে থাকেন, যেখানে হিন্দু এবং শিখদের মধ্যে কোন দাঙ্গা হচ্ছে। এরকম অবস্থায়, কিছু হিন্দু নারী প্রাণ রক্ষা করতে আপনার কাছে আশ্রয় চাইলো। এরকম দাঙ্গার সময় সাধারণত বিপক্ষের দাঙ্গাকারীরা অন্য পক্ষের নারীদের ধর্ষন এবং ধর্ষণের পরে পুড়িয়ে হত্যা করে ফেলে। এদের জন্য আপনি আপনার ঘরের দরজা খুলে দিলে, এদেরকে আপনি আপনার বাড়িতে লুকিয়ে রাখলে এরা প্রাণে রক্ষা পাবে। আপনি কী এই কাজটি করতে পারবেন? ইসলাম কী আপনাকে সেই অনুমতি দেয়? দুদল কাফের দাঙ্গারত অবস্থায় কেউ আপনার কাছে আশ্রয় চাইলে, তাদের আশ্রয় দেয়া, এই মানবিক কাজটি করা ইসলামে নিষিদ্ধ। আসুন দেখে নিই তাফসীরে মাযহারী থেকে একটি মাসআলা [1]

তথ্যসূত্র
- তাফসীরে মাযহারী, ৫ম খণ্ড, পৃষ্ঠা ২১৫ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"