13.যাকারিয়ার মিথ্যাচারঃ জিজিয়া কী অপমান- অবমাননামূলক?

নিচের ভিডিওটি লক্ষ্য করুন। প্রখ্যাত ইসলামিক স্কলার বা আলেম ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া বলছেন, জিজিয়া কর নেয়ার সময় কোরআন হাদিসের কোথাও নাকি অপমান বা লাঞ্ছিত করার কথা বলা হয়নি। যারা বলেছেন তারা নাকি ভুল অনুবাদ করেছেন। আসুন বক্তব্যটি শুনি,

এবারে আসুন সেই ড. মুহাম্মদ আবু বকর যাকারিয়ার সম্পাদিত বই থেকেই দেখে নেয়া যাক, তিনি তার বইতে কি অনুবাদ করেছেন, জিজিয়া অপমানজনক নাকি সম্মানজনক? উল্লেখ্য, জিজিয়া সম্পর্কে বিস্তারিত এই লেখাটিতে আলোচনা করা হয়েছে [1] [2]

জিজিয়া
জিজিয়া 1

তথ্যসূত্র

  1. অবমাননাকর জিযিয়া []
  2. সূরা আত তওবার তাফসীর, ইবনে কাসীর, সম্পাদনাঃ ড. মুহাম্মদ আবু বকর যাকারিয়া, ইসলাম হাউজ পাবলিকেশন্স, পৃষ্ঠা ৪৯ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"