02.জাকির নায়েকঃ ভবিষ্য পুরানে মুহাম্মদ

বর্তমান সময়ের ইসলাম প্রচারকদের একটি প্রধান দাবী হচ্ছে, হিন্দুদের ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদের নাম এবং ভবিষ্যত বাণী বর্ণিত আছে। সেই সাথে এটিও বলা আছে যে, নবী মুহাম্মদ এসে মানুষের উদ্ধার করবেন। এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে তারা যেসব তথ্য উপস্থাপন করেন, তার একটি এরকমঃ

ভবিষ্য পুরাণে ইসলাম ও মুহাম্মদ

এসব দাবী যারা করেন, তাদের যদি জিজ্ঞেস করেন, ভবিষ্য পুরান নিজে পড়েছে কিনা, তখন দেখা যায় এরা কেউই এই বইটি পড়েননি। এমনকি কোনদিন চোখেও দেখেননি। শুধু জাকির নায়েকের কথা শুনেই উনারা সর্বত্র এই দাবীটি করে বেড়াচ্ছেন। তাহলে এবারে আসুন জাকির নায়েকের বক্তব্যটিও শুনে নিই,

কিন্তু সত্য হচ্ছে, ভবিষ্য পুরাণের লেখার কোন নির্দিষ্ট সময়কালই নেই। ভবিষ্য পুরাণের কিছু অংশ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে রচিত। এবং এই রচনাকালের ব্যাপ্তি বিষয়ে একজন বিখ্যাত বিশেষজ্ঞ মরিজ উইন্টারনিৎজ এর মতে, উদ্ধৃতি হিসেবে গৃহীত লেখ ও পুরাণ উভয় ক্ষেত্রে উল্লিখিত এই শ্লোকগুলি সম্ভবত ধর্মরাষ্ট্রসমূহের পূর্ববর্তী এবং তাই এগুলির ভিত্তিতে কোনো কালানুক্রমিক তালিকা প্রস্তুত সম্ভব নয়। আরেকজন বিখ্যাত বিশেষজ্ঞ Alf Hiltebeitel এর মতে, খ্রিষ্ঠপূর্ব ৫০০ থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভবিষ্য পুরাণ লিখিত এবং পরিমার্জিত হয়েছে। অর্থাৎ, এটি কোন ঐশ্বরিক অবিকৃত গ্রন্থ নয়, বহুল পরিমার্জিত এবং নতুন নতুন বিষয় যুক্তকরণের মাধ্যমেই আজকে যেই ভবিষ্য পুরাণ পাওয়া যাচ্ছে সেটি। সেই সাথে, এই বিষয়ের স্বনামধন্য বিশেষজ্ঞ Alf Hiltebeitel গবেষণা করে দেখিয়েছেন, লিখিত শ্লোকগুলোর অনেকাংশই রচনা হয়েছিল একদমই সাম্প্রতিক সময়ে। কারণ সেই শ্লোকগুলোর বাক্যগঠন অতীতের বাক্য গঠনের থেকে আলাদা। এর অর্থ হচ্ছে, ভবিষ্য পুরাণে অত্যন্ত চাতুর্য্যের সাথে বর্তমান সময়ের ঘটে যাওয়া কিছু ঘটনা অতীতের লেখা ভবিষ্যতবানী হিসেবে যুক্ত করা হয়েছে। কিন্তু সেগুলো আসলে অতীতে লিখিত নয়, বর্তমান সময়েই লিখিত।

এ কে রামানুজন একে ” যথাযথভাবে হালনাগাদকৃত ভবিষ্য পুরাণ” বলে মন্তব্য করে বলেছেন, এইগ্রন্থে খ্রিস্ট, মুসা ও রানি ভিক্টোরিয়ার উল্লেখ পাওয়া গেছে। একে তিনি এই বলে ব্যাখ্যা করেন যে: চতুর বক্তব্য ও অনুশাসন প্রয়োগ করার প্রচেষ্টার পরও বলতেই হয় যে পুরাণগুলি মুক্ত ব্যবস্থার অন্তর্গত। ভবিষ্যোত্তর পুরাণ মুখ্যত কিছু কিংবদন্তি ও লোককথা সম্বলিত ধর্মীয় রীতিনীতির হাতবই।
রাজেন্দ্র হাজরা একে “বিভিন্ন সূত্র থেকে গৃহীত একটি অসংবদ্ধ উপাদানসংগ্রহ” বলে উল্লেখ করেছেন।

আসুন এবারে দেখি, আসলেই ভবিষ্য পুরাণে কী বলা আছে তা যাচাই করে দেখি। আপনি নিজেই পড়ে আমাকে বলবেন, ভবিষ্য পুরাণকে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন কিনা। কারণ সেটা আপনি করতে চাইলে, মুহাম্মদকে একটি ইবলিশি বা দানবীয় বা অসুরীয় ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবেই আপনাকে মানতে হবে।

ইসলাম সম্পর্কিত ভবিষ্যদ্বাণী (প্রতিসর্গ পর্ব তৃতীয় অংশ থেকে)
শ্রী সুতা গোস্বামী বলেন: রাজা শালীবন রাজবংশের মধ্যে, দশজন রাজা ছিলেন যারা ৫০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করার পর স্বর্গীয় গ্রহগুলিতে গিয়েছিলেন। তারপর ধীরে ধীরে পৃথিবীতে নৈতিকতা ভূলণ্ঠিত হতে লেগেছিল। সেই সময়ে ভোজরাজা ছিলেন পৃথিবীর রাজাদের দশম জন। তিনি যখন দেখলেন যে পৃথিবীতে নৈতিকতা ভূলণ্ঠিত হচ্ছিল তখন তিনি কালিদাসের দশ হাজার সৈন্যবাহিনী দিয়ে তার দেশের চারিপাশের সব দিক জয় করলেন। তিনি সিন্ধুর নদী পার হলেন এবং গান্ধারা, ম্লেচ্ছ, শক, কাশ্মীর, নওড়া ও শঠের উপর জয়ী হন। তিনি তাদের শাস্তি দিয়েছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন। তারপর রাজা মহমদদ (মুহম্মদ), ম্লেচ্ছ ধর্মের প্রবক্তা, এবং যিনি মরুভূমিতে ছিলেন, তাকে নিয়ে এবং মহাদেব শিবের অনুসারিদের সাথে গেলেন। তিনি গঙ্গা পানি দিয়ে মহাদেব শিবকে ধৌত করেছিলেন এবং মনপ্রাণ দিয়ে উপাসনা করেছিলেন পঞ্চগভ্য (দুধ, ঘি, দই, গরু এবং গোমূত্র) দিয়ে এবং চন্দনচোপড় ইত্যাদি দিয়ে। তারপরে তিনি প্রার্থণা অর্পণ করে তাকে খুশী করেন।
শ্রী সুতা গোস্বামী বলেন: তার প্রার্থণা শুনে, মহাদেব শিব বললেনঃ হে রাজা ভোজরাজ, তোমাকে মহাকক্ষ্ম নামক স্থানে যেতে হবে। সেই স্থানটিকে বহিকা বলা হয় এবং এখন ম্লেচ্ছদের দ্বারা দূষিত হচ্ছে। সেই ভয়ঙ্কর দেশে আর ধর্ম (ধর্ম বলতে এখানে হিন্দু ধর্ম বোঝানো হচ্ছে) বলে কিছু নেই।
অতীতে একসময় ত্রিপুরা নামক একটি দানবের আবির্ভাব ঘটেছিল, যাকে আমি ইতিমধ্যেই পুড়িয়ে ছাই করেছিলাম। কিন্তু সে আবার বালির আদেশে ফিরে এসেছে। তার কোন সৃষ্টি নেই এবং সে আমার কাছ থেকে একটি বর লাভ করেছে। তার নাম মহাওদা এবং তার কর্ম একটি দানবের মতো। অতএব, হে রাজা, ঐ অশুভ দানবের দেশে যেও না। আমার দয়া দ্বারা আপনার বুদ্ধি শুদ্ধ করা হবে।
এইসব শুনে রাজা ভোজরাজ তার দেশে ফিরে আসেন এবং মহমমদ তাদের এগিয়ে দিতে সিন্ধু নদীর তীর পর্যন্ত এসেছিলেন। তিনি (মহম্মদ) মায়া (ইল্যুশন) প্রসারিত করতে সিদ্ধহস্ত ছিলেন, এবং খুব আনন্দের সাথে রাজাকে বললেন, ” হে মহারাজ, আপনার ঈশ্বর আমার দাস হয়েছেন। শুধু দেখুন, আপনার ঈশ্বর আমার অবশিষ্টাংশ খাবে, তাই আমি আপনাকে দেখাবো।” তার সম্মুখে এইসব দেখে রাজা বিস্মিত হলেন। তারপর রাগে ক্ষিপ্ত হয়ে কালিদাস মহমমদকে ধমক দিয়ে বললেন, “হে বদমাশ, তুমি রাজাকে বিদ্রূপ করার জন্য মায়াজ্বাল তৈরি করছো, আমি তোমাকে মেরে ফেলব, তুমি নিকৃষ্টতম …”
(…)
সেই শহরটি তীর্থযাত্রীদের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল, একটি জায়গা যা ছিল মদিনা এবং উম্মত্ততা থেকে মুক্ত। একটি দানব সাথে নিয়ে মোহমায়া সৃষ্টিতে পারঙ্গম মহমমদ রাজা ভোজরাজের সামনে রাতে হাজির হলো এবং বললো: হে রাজা, আপনার ধর্ম অবশ্যই সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। তারপরেও আমি আমার প্রভুর নির্দেশ মোতাবেক একটি ভয়ঙ্কর এবং অসুরীয় ধর্ম স্থাপন করতে যাচ্ছি। আমার অনুসারিদের লক্ষণ হবে যে, তারা প্রথমে তাদের যৌনাঙ্গ কেটে ফেলবে, কোন শিখা থাকবে না, তবে দাড়ি থাকবে, তারা পাপাত্মা হবে, প্রচুর হট্টোগোল করবে এবং সব খাবে। তারা কোন শুদ্ধ নিয়মনীতিহীন ভাবে প্রাণী হত্যা করে খাবে। ইহাই আমার অভিপ্রায়। আপনি যেমন কুশার সাহায্যে সব পরিশুদ্ধ করেন, তারাও মুশাল্লা বা মশলা দিয়ে শুদ্ধকর্মের কাজ করবে। অতএব, তারা মুসলমান হিসাবে পরিচিত করা হবে, যাদেরকে ধর্মদুষণকারী বলা হবে। এইভাবে আমি একটি অসুরীয়/ ইবলিশি ধর্ম প্রতিষ্ঠা করবো।
এই সব শুনে শুনে রাজা তার প্রাসাদে ফিরে আসেন এবং সেই পাপাত্মা তার জায়গায় ফিরে গেল।

মূল ভবিষ্য পুরান গ্রন্থটি এখানে যুক্ত করা হলো। বইটির ৩৭৬ পৃষ্ঠা থেকে মূল বইয়ের পাতাগুলো তুলে দেয়া হলো আগ্রহী পাঠকের জন্য। বইটির ডাউনলোড লিঙ্কও দেয়া হচ্ছে [1]

ভবিষ্যপুরাণ
3
5
7
9
মহামদ পৈশাচ ধর্ম পালন করবে
11

এবারে আসুন ভবিষ্য পুরানের ইংরেজি অনুবাদ পড়ি, [2]

Sootjee said : – ” in shaalivahana dynasty there were ten kings and ruled for 500 year . Then they went to swarg. In their rule, the administration was weak and therefore law and order also got weak. For the king bhoj, the law and order was for name sake. Having seen the administration, law and order broken in pieces, he went for digvijaya (conquer the earth). In his army there was ten thousand army men, with them kalidasa was also been present. He also kept other brahmins with him and then went near the sindhu river.
After reaching there, he defeated mlecchas residing in gandhaar region and naravaas of kashmir. Having defeated them he took huge treasury as punishment. Then he started his journey of conquest and reached near a place where a man named mahaamada (mohammad) dwelling in that place, who is residing there as a teacher, teaching his student . King bhoj also in that place which is named as “marusthalaa “(desert) started worshipping lord shiva with panchagavya, water of river ganges, and chandan etc. And started reciting prayers to please him: –
bhoj raaj said: – the girijapati who is residing in this desert, i praise him. He who creates endless illusion (maya), destroyed tripuraasur, and is protected from mlecchas, being so pure and represent the pure form of sacchidaanandan. ” “i am your servant, hence i am under your recourse.
Sootjee said: -” by hearing the reciting prayer, shiv jee said: -” bhoj raaj! Please go to vahika named land of mahakaaleshwaar, this place is being corrupted with sins by mlecchas. The very end of the land vahikaa, the arya dharma got destroyed.
There, with the order of bali dayitya, the great illusionist tripuraasur got rebirth, whom i have been destroyed, turned him into ashes. His inner reality is, he got his rebirth to flourish his greatness and spread dynasty of daityas. His name is ‘ mahaamada , who is always fond of doing pisacha like works. Therefore rajan, please dont stay in this place of paishacha (land of pathaans), by my grace you will be pure. “
sootjee said: -” by hearing this, king began his journey for his own country. Accordingly, mahaamada with his students reached the coast of sindhu river. The well skilled in illusion master, being very gentle, he said to the king: -“maharaj! Your deity (lord shiva) is my slave! Hey king! See your deity is eating pickings and remnants (waste matter, remains of a meal) of mine. ” by seeing this, king got deluded in the matter, and got very much surprised. He then started in thinking of converting himself into that horrific mleccha dharma.
sootjee said: -” by that time, kalidasa got the knowledge of his maya and being red in anger said to mahaamada: -“wicked you are! You are deluding king in illusion that is your illusion which is not true, therefore i will kill you sinner, the most wretched person of vahika.
Sootjee said: -” by saying this the brahman (kalidasa) started reciting navaarn (navakshari) mantra. He recited it ten thousand times. Being pleased with kalidasa, devi gave powerful energy into kalidasa’s body and every tenth part of his recitation, the enormous energy came out through his body obliterating each and every parts of the body of vahika purusha into fire. He when fully turned into ashes, became god of the mlecchas. “
sootjee said: – after that, his every student being very fear in mind, they all went to the vahikaa desha.
They carried the remnant ashes of their own teacher (muhammad) and placed it in under the earth, all became quiet and peaceful after that. Therefore that place is named as “madhina pura” (medina). That place is the sacred place for them.
Sootjee said: -“in deep at night, the illusionist dev pisacha, came towards king bhoj and said: – rajan! Your arya dharma is greatest above every other dharma. I am only propagating this dharma by the order of “isha”**. The dharma as it goes: -” being in my dharma, one have to cut his genital, he will have no shikha (the small amount of hair tied backward of head that belongs to brahmin), he will talk bigger, shout loudly and will be omnivorous. Without kaultantra, they will eat animals, and they will perform purified act with the musala or a pestle as you purify your things with kusa. Therefore, they will be called as musalmaan, the people who will belong to this dharma will pollute every pure dharma. Likewise i will spread this paisachik dharma, ” and he dictated his dharma to the king. “
sootjee said: -“after describing his dharma, that devtaa of mleccha, went from there and king also went to his own palace. Being very afraid, that arya dharma is going to be destroyed, he flourished sanskrit in three varnas (brahmin, kshatriya and vaishya). He then propagated prakrit language to those who belong to shoodra caste. “

মূল বই থেকে দেখি,

13
15
17
19

আরও একটি অনুবাদ দেখে নেয়া যাক [3]

21
23

তথ্যসূত্র

  1. ভবিষ্য পুরান, মহর্ষি কৃষদ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম, অনুবাদ এবং সম্পাদনাঃ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)।  বিশেষ কৃতজ্ঞতাঃ বিশাল বইটি কষ্ট করে স্ক্যান করে দিয়েছেন বিশ্ব ব্যাপারী ভাই []
  2. Pratisarga Parva – Third Khand []
  3.  পুরাণ সংকলন, ইংরেজিতে। ইসলাম সম্পর্কিত অংশ পৃষ্ঠা ৪৮৩ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"