আসুন শুরুতেই বাংলাদেশের আলেম ওলামাদের কিছু বক্তব্য শুনে নেয়া যাক,
কোরআন ও হাদিসে হুর বা স্বর্গবেশ্যাদের বেশ কিছু শারীরিক বর্ণনা যা পাওয়া যায়, তা হচ্ছে অনেকটা এরকম,
আর সমবয়স্কা নব্য যুবতী
— Taisirul Quran
এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;
— Sheikh Mujibur Rahman
আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী।
— Rawai Al-bayan
আর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী
— Dr. Abu Bakr Muhammad Zakaria
– সূরা নাবা, আয়াত ৩৩
তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
— Taisirul Quran
আর তাদের সঙ্গে থাকবে আনত নয়না আয়তলোচনা হুরবৃন্দ।
— Sheikh Mujibur Rahman
তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা।
— Rawai Al-bayan
তাদের সঙ্গে থাকবে আনতনয়না [১] ডাগর চোখ বিশিষ্টা [২] (হুরীগণ)।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
– সূরা আস-সাফফাত, আয়াত ৪৮
সূরা ওয়াকিয়া, আয়াত ৩৫
তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
— Taisirul Quran
তাদের জন্য আমি করেছি বিশেষ সৃষ্টি।
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব।
— Rawai Al-bayan
নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১]—
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা ওয়াকিয়া, আয়াত ৩৬
আর তাদেরকে করেছি কুমারী,
— Taisirul Quran
তাদেরকে করেছি কুমারী,
— Sheikh Mujibur Rahman
অতঃপর তাদেরকে বানাব কুমারী,
— Rawai Al-bayan
অতঃপর তাদেরকে করেছি কুমারী [১],
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা ওয়াকিয়া, আয়াত ৩৭
স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
— Taisirul Quran
সোহাগিনী ও সমবয়স্কা –
— Sheikh Mujibur Rahman
সোহাগিনী ও সমবয়সী।
— Rawai Al-bayan
সোহাগিনী [১] ও সমবয়স্কা [২],
— Dr. Abu Bakr Muhammad Zakaria
এবারে আসুন কোরআনের আয়াতটির অর্থ তাফসীরে ইবনে কাসীর থেকে জেনে নিই,
এবারে আসুন আর একটি হাদিস পড়ি, [1]
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৯/ ক্ষমাপ্রার্থনামূলক নির্দেশাবলী
পরিচ্ছেদঃ ৩৭২ : আল্লাহ তা‘আলা মুমিনদের জন্য জান্নাতের মধ্যে যা প্রস্তুত রেখেছেন
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ১৮৯৪, আন্তর্জাতিক নাম্বারঃ ১৮৮৫
৬/১৮৯৪। আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’নিশ্চয় জান্নাতে মুমীনদের জন্য একটি শূন্যগর্ভ মোতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে ষাট মাইল। এর মধ্যে মুমীনদের জন্য একাধিক স্ত্রী থাকবে। যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে। কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না।’’ (বুখারী-মুসলিম) [1]
এক মাইলঃ ছয় হাজার হাত সমান দীর্ঘ।
[1] সহীহুল বুখারী ৩২৪৩, ৪৮৭৮, ৪৮৮০, ৭৪৪৪, মুসলিম ১৮০, ২৮৩৮, আহমাদ ১৯০৭৯, ১৯১৮২, ১৯২৩২, ১৯২৬২, দারেমী ২৮২২, ২৮৩৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ মূসা আল- আশ’আরী (রাঃ)
তথ্যসূত্র
- তাহক্বীক রিয়াজুস সালিহীন, ইমাম নববী, তাহক্বীক- আল্লামা নাসিরুদ্দীন আলবানী, তাওহীদ পাবলিকেশন্স, পৃষ্ঠা ৮৪১, হাদিস নম্বর ৬/১৮৯৪ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"