হাফসার বিছানায় দাসী মারিয়া কিবতিয়ার সাথে যৌনকর্মের সময় হাতেনাতে ধরা পরার পরে নবী প্রতিজ্ঞা করেছিলেন, আর কখনো দাসীর সাথে সঙ্গম করবেন না। কিন্তু পরে আল্লাহর আয়াত নামে এবং নবীকে দাসী সহবাসের জন্য খোদ আল্লাহ পাক নাকি জোরাজুরি শুরু করেন। এই নিয়ে নবীর স্ত্রীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। এর ফলশ্রুতিতে হাফসার ওপর ক্ষিপ্ত হয়ে হাফসাকে তালাক দিয়েছিলেন নবী মুহাম্মদ। সহিহ হাদিস থেকে এই তথ্যটি জানা যায়। যদিও পরে নাকি তাকে ফিরিয়ে নেয়া হয়। এখানে হালালা বা হিল্লা কার সাথে হয়েছিল, সে সম্পর্কে অনেকেই প্রশ্ন তোলেন [1] –
সুনান ইবনু মাজাহ
১০/ ত্বালাক্ব
পরিচ্ছেদঃ ১০/১. ঘৃণ্য বৈধ বিষয়।
১/২০১৬। ’উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা (রাঃ)-কে তালাক দেন, অতঃপর তাকে ফিরিয়ে নেন।
আবূ দাউদ ২২৮৩, দারেমী ২২৬৪, ইরওয়া ২০৭৭।
তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উমর ইবনুল খাত্তাব (রাঃ)
এবারে আসুন একজন আলেমের বক্তব্য শুনি,
তথ্যসূত্র
- সুনান ইবনু মাজাহ, হাদিসঃ ২০১৬ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"