আহলে কোরআন বা কোরানিস্ট বা হাদিস বাদ দিয়ে শুধুমাত্র যারা কোরআনকে অনুসরণ করতে বলেন, তারা বলতে চান যে, ১৪০০ বছর ধরে সারা পৃথিবীর ইসলামিক আলেম ওলামাগণ কোরআনকে বুঝতে পারেনি, ১৪০০ বছর পরে এসে এর আসল অর্থ উনারা বের করেছেন! সারা পৃথিবী জুড়ে শত শত বছর ধরে এত লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, চার মাযহাবের চার ইমাম, শত শত বছর ধরে প্রচলিত ইসলামিক শরিয়া আইনের প্রয়োগকারী আলেম ওলামা ফকিহ এবং বিচারকগণ, অন্যান্য মাযহাবের ইমামগণ, প্রখ্যাত সব তাফসীর লেখক, ইসলামের ঐতিহাসিকগণ, হাদিস গ্রন্থগুলোর লেখকগণ, এরা সকলেই কোরআন বুঝতে ভুল করেছেন, আর কেবলমাত্র উনারাই সঠিক কোরআন বুঝেছেন! আল্লাহ এমন এক কিতাব পাঠালেন যার আসল অর্থ বুঝতে ১৪০০ বছর সময় লাগলো! উল্লেখ্য, ইসলামী শরিয়া আইন ৯৫ ভাগ বা মতান্তরে ৯৯ ভাগই হাদিসের ওপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত ১৪০০ বছর তাহলে মুসলিমদের কে বা কারা “বিপথগামী” করেছে? কোরআনে বলা হয়েছে, এর আয়াতগুলি “বোঝা সহজ” [1] [2] [3] [4] [5]
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
— Taisirul Quran
কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, সুতরাং উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
— Sheikh Mujibur Rahman
আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
— Rawai Al-bayan
আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য [১], এতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
— Dr. Abu Bakr Muhammad Zakaria
২৭ঃ১
তা-সীন, এগুলো কুরআনের আয়াত ও সুস্পষ্ট কিতাবের;
— Taisirul Quran
তা সীন; এগুলি আয়াত আল-কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের।
— Sheikh Mujibur Rahman
ত্ব-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।
— Rawai Al-bayan
ত্বা-সীন; এগুলো আল-কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত [১];
— Dr. Abu Bakr Muhammad Zakaria
২৭:২
মু’মিনদের জন্য পথের দিশা ও সুসংবাদ
— Taisirul Quran
পথ নির্দেশ ও সুসংবাদ মু’মিনদের জন্য।
— Sheikh Mujibur Rahman
মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।
— Rawai Al-bayan
পথনির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য [১]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
আমি তা অবতীর্ণ করেছি, আরবী ভাষার কুরআন, যাতে তোমরা ভালভাবে বুঝতে পার।
— Taisirul Quran
আমি অবতীর্ণ করেছি আরাবী ভাষায় কুরআন যাতে তোমরা বুঝতে পার।
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় আমি একে আরবী কুরআনরূপে নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পার।
— Rawai Al-bayan
নিশ্চয় আমরা এটা নাযিল করেছি [১] কুরআন হিসেবে আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো [২]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
এক কিতাব, যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত, আরবী ভাষার কুরআন, জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য।
— Taisirul Quran
এটা এক কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ আরাবী ভাষায়, কুরআনরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য –
— Sheikh Mujibur Rahman
এমন এক কিতাব, যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কুরআনরূপে আরবী ভাষায়।
— Rawai Al-bayan
এক কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ, কুরআনরূপে আরবী ভাষায়, জ্ঞানী সম্প্রদায়ের জন্য,
— Dr. Abu Bakr Muhammad Zakaria
রমাযান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে, …
— Taisirul Quran
রামাযান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। …
— Sheikh Mujibur Rahman
রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। …
— Rawai Al-bayan
রমাদান মাস, এতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে। …
— Dr. Abu Bakr Muhammad Zakaria
গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন নবী, নবীর সাহাবী, তাঁবে তাবেইনগণ, হাদিস গ্রন্থের লেখকগণ, তাফসীর গ্রন্থের লেখকগণ, মাযহাবের ইমামগণ, এরা কেউই কোরআনের আসল অর্থ বুঝতে পারলো না। ১৪০০ বছর ধরে কেন কোটি কোটি মুসলমান এখনও বিপথগামী? আল্লাহর আইন বলে প্রচলিত শরীয়া আইনের কবলে লক্ষ লক্ষ মানুষের যখন মৃত্যু হচ্ছিল, আল্লাহ তখন কী করছিলেন? ইসলামিক আলেমদের বেশিরভাগই আরবি ভাষার ওপর পণ্ডিত এবং তাদের অন্তরের গভীর থেকেই তো কোরআনে দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল। তারা দিনরাত এই কিতাবটিকে মুখস্তও করেছিল। এদের অনেকের সারা জীবনই কেটে গেছে কোরআন গবেষণা করে।
কিন্তু তারপরও যদি তারা ভুল বুঝে থাকে, বিপথগামী হয়ে থাকে, তাহলে সেটি গত ১৪০০ বছর ধরে সেই কোটি কোটি মুসলমানের দোষ, নাকি তা কোরআনেরই দোষ? হাদিস যে গোমরাহী, হাদিস যে মানুষকে কোরআনের পথ থেকে সরিয়ে নিতে পারে, এই সহজ বিষয়টি কেন তারা বুঝতে পারেননি? কোরআনের শিক্ষা তাদের পথ দেখাতে পারেনি কেন?
যে গ্রন্থ দাবী করে তা সহজ এবং বোধগম্য, স্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা সহকারে নাজিল হয়েছে, সেই গ্রন্থ পড়ে ১৪০০ বছর ধরে কোটি কোটি বিশ্বাসী মুসলমান পথভ্রষ্ট হয়ে থাকলে সেই গ্রন্থের দাবী নিয়েই তো প্রশ্ন ওঠে। যেই গ্রন্থ কোটি কোটি মুসলমানকে হাদিসের দুর্বলতা বা ভ্রান্ততা সম্পর্কে একটি সরল বিষয়ে পথ দেখাতে অক্ষম এবং তারা প্রায় সবাই একই কোরআন পাঠ করে বিপথগামী হয়, তাহলে এই বইটি সমগ্র মানবতার পথপ্রদর্শক হবে কিভাবে?
তথ্যসূত্র
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"