ইসলামের ইতিহাসে শুধুমাত্র যে নবী মুহাম্মদেরই এই রকম অপ্রাপ্তবয়ষ্ক নারীর প্রতি লোভ ছিল, তাই নয়। বহু সাহাবীরই একই চরিত্র ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা উমরের সম্পর্কেও একই তথ্য জানা যায় যে, তিনিও একজন অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে বিয়ে করেছিলেন, যার তখনো পিরিয়ড শুরু হয় নি। সেই মেয়েটির পিতা ছিল হয়রত আলী। উমর রীতিমত জোরাজুরি করেই আলীর অপ্রাপ্তবয়ষ্ক মেয়ে উম্মে কুলসুমকে বিবাহ করেন বলে ইবনে সাদের তাবাকাত আল কাবীর গ্রন্থ থেকে জানা যায় [1]।
শুধু যে বিবাহের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল তা নয়। হয়রত উমর সেই অপ্রাপ্তবয়ষ্ক মেয়ে উম্মে কুলসুমের সাথে ( জন্ম ৬২৭ খ্রিস্টাব্দ ) ৬৩৮ সালের নভেম্বর ডিসেম্বর মাসে যৌনসঙ্গমও করেন [2] –
আসুন এই বর্ণনাটি আমরা হায়াতুস সাহাবাহ গ্রন্থ থেকে দেখে নিই। মন দিয়ে পড়ে দেখুন, উমর সেই শিশুটির সাথে কী করেছিল [3] –
তথ্যসূত্র
- Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir Volume 8. Translated by Bewley, A. (1995). The Women of Madina. London: Ta-Ha Publishers. Page: 299, 300 [↑]
- Muhammad ibn Jarir al-Tabari. Tarikh al-Rusul wa’l-Muluk. Translated by Juynboll, G. H. A. (1989). Volume 13: The Conquest of Iraq, Southwestern Persia, and Egypt, pp. 109-110. Albany: State University of New York Press. [↑]
- হায়াতুস সাহাবাহ, মুহাম্মদ ইউসুফ ছাহেব কান্ধলভী, দারুল কিতাব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ২০৫-২০৬ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"