23.মদিনা সনদে দেশ চালানো অর্থ

ইসলামপন্থীরা যখন নাস্তিক বা ভিন্নধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনায় বসেন, তখন প্রায়ই অসাম্প্রদায়িকতা, মদিনা সনদ, এবং সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি, কোরআনের কয়েকটি আয়াত বারবার উল্লেখ করে ইসলামকে একটি শান্তিপূর্ণ ও সহনশীল ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন এরা নিজেদের মধ্যে যখন কথা বলেন, তখন ইসলামের প্রকৃত রূপই তাদের বক্তব্যে ফুটে ওঠে—একটি ভয়াবহ, কদর্য ও আগ্রাসী চেহারা। আসুন শায়েখ আহমদুল্লাহর মুখ থেকেই শুনি নিই, ইসলামে মদিনা সনদ বলতে আসলে কি বোঝানো হয়। এটি কী আসলেই একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সকলের সমান অধিকারের সংবিধান, নাকি এর মধ্যে রয়েছে এক ভয়ঙ্কর ফাঁকি?