02.শাতিমে রাসুলের শাস্তি

নবী অবমাননা বলতে কী বোঝায়?

শাতিমে রাসুল বা নবী রাসুল সম্পর্কে সমালোচনা বা কটূক্তিকারীদের ইসলামী বিধানে সর্বচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। নবী মুহাম্মদের অবমাননা বলতে আসলে কী বোঝানো হয়, সেটি বোঝা বড় মুশকিল। কারণ বিভিন্ন ওয়াজে হুজুররা যখন বলেন, নবী মুহাম্মদ জঙ্গি ছিল, ইসলাম জঙ্গিবাদের ধর্ম, তখন মুমিনদের কাছে তা অবমাননা মনে হয় না।তারা সমস্বরে সেইসব ওয়াজ শুনে আল্লাহু আকবর বলে স্লোগান দেন। অথচ একই কথা নাস্তিকরা বললে সেই কথাটি অবমাননা হয়ে যায়। আসুন একটি ওয়াজ শুনি, দেখি এই কথাটি নবী অবমাননা কিনা,

আবার ধরুন, নাস্তিকরা যখন বলেন, নবী মুহাম্মদ শিশুকামি বা পেডোফাইল ছিলেন, তখন মুমিনদের কাছে তা অবমাননাকর মনে হয়। একই কথা যখন হুজুরেরা আলহামদুলিল্লাহ সহকারে বলেন, সেই কথাটি শুনে মুমিনেরা সুবহানাল্লাহ পড়েন। তাহলে সমস্যাটি কোথায়? ভেবে দেখুন তো, ৫০ বছরের একজন বৃদ্ধ ৬ বছরেরও ছোট একটি মেয়েকে স্বপ্নে দেখে বিয়ে করার খায়েস করছেন, একে শিশুকামী বা পেডোফাইল ছাড়া আর কী বলা যায়?

আসুন আর একটি ওয়াজ শুনি। নাস্তিকরা যখন বলে, মেরাজের রাতে নবী মুহাম্মদ উম্মে হানীর ঘরে ছিল, সেইসব শুনে মুমিনেরা তাদের ফাঁসি চায়। অথচ একি কথা যখন হাজার হাজার ওয়াজে আলেমগণ বলনে, সেগুলো তারা ভক্তি সহকারে শেয়ার করেন। মাশাল্লাহ বলেন। সমস্যাটি কোথায়?

জামার একটি বোতাম ময়লা বললেও কতল

ইমাম মালিকের মতে, কেউ নবীর জামার একটি বোতাম ময়লা, এই কথা বললে তাকে মেরে ফেলতে হবে। আসুন একটি বই পড়ি [1]

শাতিমে রাসুল

ইযাহুল মুসলিম

এবারে আসুন, সহিহ মুসলিম গ্রন্থের শরাহ গ্রন্থ ইযাহুল মুসলিম থেকে [2] পড়ি,

শাতিমে রাসুল 1
শাতিমে রাসুল

নবীর মানহানির শাস্তি মৃত্যুদণ্ড

এখন আসুন, প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মুহাম্মদ আবদুল মান্নানের লেখা থেকে এই সম্পর্কিত রেফারেন্সসমূহ দেখে নিই [3]

শাতিমে রাসুল 4
শাতিমে রাসুল 6
শাতিমে রাসুল 8
শাতিমে রাসুল 10
শাতিমে রাসুল 12
শাতিমে রাসুল 14
শাতিমে রাসুল 16
শাতিমে রাসুল 18
শাতিমে রাসুল 20
শাতিমে রাসুল 22
শাতিমে রাসুল 24
শাতিমে রাসুল 26
শাতিমে রাসুল 28
শাতিমে রাসুল 30
শাতিমে রাসুল 32
শাতিমে রাসুল 34
শাতিমে রাসুল 36
শাতিমে রাসুল 38

তথ্যসূত্র

  1. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামে অবমাননার শাস্তি, পৃষ্ঠা ৫১ []
  2. ইযাহুল মুসলিম, মাওলানা আবু বকর সিরাজী, পৃষ্ঠা ৪০৮, ডাউনলোড লিঙ্ক []
  3. নবীর মানহানির শাস্তি মৃত্যুদণ্ড, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, বইটির ডাউনলোড লিঙ্ক []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"