13.দাসদাসীর জীবনের মূল্য কম

হযরত আবু বকরের শাসনামলে তিনি মুহাম্মদের শরীয়তের অনুসরণ করেই দাসদাসীদের হত্যা করার জন্য মালিকের মৃত্যুদণ্ড হবে না, এমন বিধান চালু রাখেন। দাসদাসীদের হত্যার ক্ষেত্রে ইসলামের এই বিধান খুবই ভয়ঙ্কর রকম বৈষম্য। ফিকহে আবু বকর গ্রন্থে এটিও বলা হয়েছে, ইসলামে দাসদাসীর মূল্য মর্যাদার দিক দিয়ে চতুষ্পদ জন্তুর মত। তাই মানুষ এবং পশুর মধ্যে কিসাস হতে পারে না, ইসলামিক বিধানে এরকমই বর্ণিত রয়েছে। আসুন, ফিকহে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রন্থ থেকে সরাসরি পড়ি [1]। পরবর্তীতে খলিফা উমরও একই বিধান চালু রাখেন।

একইকথা বলা হয়েছে আহকামুল কুরআন গ্রন্থে [2]

1

তথ্যসূত্র

  1. ফিকহে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ডঃ মুহাম্মদ রাওয়াস কালা’জী, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা ১০২-১০৩ []
  2. আহকামুল কুরআন, ১ম খণ্ড, আল্লামা আবু বকর আহমাদ আল-জাসসাস (রহঃ), খায়রুন প্রকাশনী, পৃষ্ঠাঃ ২৯৯, ৩০০ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"