14.দাসদাসী গবাদি পশুর মত

ইসলামে দাসদাসীর মূল্য মর্যাদার দিক দিয়ে চতুষ্পদ জন্তুর মত, এরকম কথাই বলা হয়েছে ফিকহে আবু বকর গ্রন্থ সহ অনেক গ্রন্থে। উপরে এই দলিলটি দেয়া হয়েছে, অরও একবার বিষয়টি জেনে নেয়া জরুরি। আসুন, ফিকহে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রন্থ থেকে সরাসরি পড়ি [1]

একইসাথে, আসুন আমরা একটি হাদিসের ব্যাখ্যাগ্রন্থ থেকে হাদিসের ব্যাখ্যাটি মন দিয়ে পড়ি। লক্ষ্য করে দেখুন, এই হাদিসের ব্যাখ্যাতে কোনরকম রাখঢাক না রেখেই দাসদাসী বদল করা বা বিক্রি করার সাথে জন্তু জানোয়ার তথা গবাদি পশুর অদল বদল বা বিক্রি করার সামঞ্জস্য দেখিয়ে বিষয়টি বোঝানো হচ্ছে। অর্থাৎ, ইসলামে গবাদি পশুর মতই যেহেতু দাসদাসীর মূল্য, উদাহরণ হিসেবেও তাই দাসদাসীর সাথে গবাদি পশুর তুলনা করা হয়েছে। লক্ষ্য করুন, এই হাদিস থেকে দলিল নিয়ে গবাদি পশুর বিষয়ে ফয়সালা করা হয়েছে [2]

1
3

তথ্যসূত্র

  1. ফিকহে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ডঃ মুহাম্মদ রাওয়াস কালা’জী, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা ১০২-১০৩ []
  2. সহিহ মুসলিম শরীফ (প্রয়োজনীয় ব্যাখ্যাসহ বঙ্গানুবাদ), আল হাদীছ প্রকাশনী, ১৫ তম খণ্ড, পৃষ্ঠা ২১৭-২১৮ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"