সূরা তাহরীম | তাফসীরে মাযহারী

তাফসীরে মাযহারী 22

কাযী সানাউল্লাহ পানিপথী রচিত আল-কুরআনের অন্যতম শ্রেষ্ট তাফসীর গ্রন্থ তাফসীরে মাযহারী থেকে সূরা তাহরীমের প্রথম আয়াতগুলোর তাফসীর সরাসরি সংশয়ের পাঠকদের জন্য উপহার দেয়া হলো। আশাকরি, পাঠক তাফসীর গ্রন্থের এই অংশগুলো মন দিয়ে পড়বেন এবং অনুধাবন করবেন। প্রাসঙ্গিকভাবে ইবনে কাসীর এবং জালালাইনের তাফসীরও পড়ে দেখবেন। এই তিন ধরণের তাফসীর মিলিয়ে পড়ার পরেই আশাকরি পাঠকগণ বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেরাই আসল রসহ্য কী তা অনুধাবন করতে পারবেন। বিচার বিবেচনার দায়িত্ব পাঠকের হাতেই ছেড়ে দিয়ে এখানে শুধুমাত্র রেফারেন্স যুক্ত করা হলো। মিথ্যাবাদী মোল্লাদের কাছে না গিয়ে নিজেই পড়ুন, জানুন, বুঝুন। 

তাফসীরে মাযহারী
লেখকঃ কাযী সানাউল্লাহ পানিপথী
অনুবাদকঃ মাওলানা মুমিনুল হক
প্রকাশকঃ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া

Leave a Comment