মিথোলজি বা পুরাণ

ইসলামইহুদিখ্রিস্টানধর্মমিথোলজি বা পুরাণ

আব্রাহামিক মিথোলজি (Abrahamic Mythology): সৃষ্টি থেকে মহাপ্রলয়, এক অনন্ত আখ্যান

আব্রাহামিক মিথলজি হলো ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের সম্মিলিত মহাকাব্য। এই আর্টিকেলটি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং সাহিত্য, ইতিহাস এবং নৃতত্ত্বের আলোকে এই বিশাল আখ্যান বিশ্লেষণ করে। সৃষ্টিতত্ত্ব, আদমের পতন, নূহের মহাপ্লাবন থেকে শুরু করে আব্রাহাম, মোজেস, যিশু এবং মুহাম্মদের ঘটনাবহুল জীবন – প্রতিটি পর্বকে এখানে দেখা হয়েছে মহাজাগতিক নাটকের অংশ হিসেবে। বিভিন্ন তাত্ত্বিক, যেমন জোসেফ ক্যাম্পবেল ও কার্ল ইয়ুং-এর তত্ত্বের সাহায্যে এবং পার্শ্ববর্তী মেসোপটেমীয় ও মিশরীয় মিথলজির প্রভাব অনুসন্ধান করে লেখাটি দেখায়, কীভাবে এই প্রাচীন গল্পগুলো আজও আমাদের সভ্যতা, মনস্তত্ত্ব ও বিশ্বদৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করে চলেছে।

Read More