বনূ কুরায়যা অভিযান | ইবনে হিশাম
আবু মুহাম্মাদ ‘আবদ আল-মালিক বিন হিশাম বা ইবনে হিশাম একজন বিখ্যাত ও প্রাচীন সীরাত সংকলক। তিনি ইবনে ইসহাকের সংকলিত সীরাত বা মুহাম্মদ (সাঃ) এর জীবনীকে পুনর্সম্পাদনা করেন যা সিরাতে ইবনে হিশাম নামে পরিচিত। ইবনে ইসহাকের সীরাতটি বিলুপ্ত হয়ে গেলেও ইবনে হিশাম ও আল তাবারীর পরিবর্তিত সংষ্করণে এটি এখনো জীবিত আছে। এটি নবীর পাওয়া যাওয়া প্রাচীনতম জীবনীগ্রন্থ- যা আব্বাসী শাসনামলের গোড়ার দিকে রচিত “সীরাতে মুহাম্মাদ ইবনে ইসহাক” এর সংক্ষিপ্ত রুপ। বর্তমানে তার সীরাত গ্রন্থকে প্রামণ্য হিসাবে বিবেচনা করা হয়।
বহুদিন ধরেই বনূ কুরায়যা গোত্রের ঘটনাবলীর রেফারেন্স একত্র করার কাজ চলছিল, তার সূত্র ধরে এই লেখাটি রেফারেন্স হিসেবে রেখে দেয়া হলো। অন্যান্য রেফারেন্সগুলো ধীরে ধীরে যুক্ত হবে। এই লেখাতে ব্যবহৃত ছবিগুলো প্রখ্যাত চিত্রশিল্পীদের এই ঘটনার স্মরণে আঁকা ছবি থেকে নেয়া।
ভাই বইটার দাম অনেক বেশি।তবে কিনবো ইনশাল্লাহ।কিনে যাচাই করে দেখবো তারপর মানবো
আসিফ সাহেব, বনু করাইজা বিষয়ে আপনার সাথে আমি লাইভ করতে চাই।
আপনি নি যে তথ্য দিয়েছেন তা আপনি আনেক মাঝখানে বাদ দিয়েছেন।