হিন্দুধর্ম

দুর্গাপূজা উৎসবকে আমি ঘেন্না করি

দুর্গাপূজা উৎসবকে আমি ঘেন্না করি। আরো বেশি ঘেন্না করি দুর্গা নামক প্রতারক এবং অসৎ দেবীকে, প্রতারণার মাধ্যমে যিনি মহিষাসুর নামক যোদ্ধাকে বধ করেছিলেন।

প্রতিবছরের মত এই বছরও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে দুর্গাপূজা। হিন্দুদের দেবী দুর্গা নাকি আসবেন, এবং খারাপের বিনাশ করবেন। কিন্তু দেবী দুর্গা এবং মহিষাসুরের যুদ্ধের যেই গল্প আমরা জানি, তা একেবারেই একপাক্ষিক গল্প। আমরা জানি, ইতিহাস বিজয়ীরাই রচনা করে৷ বিজয়ীদের ইতিহাসে পরাজিতরা সর্বদাই খারাপ এবং নোংরা হিসেবে চিত্রিত হয়। সেই বিজয়ীদের রচিত ইতিহাস থেকেও কিন্তু একেবারেই ভিন্ন একটি গল্প উঠে আসে৷ আমরা যা জানি, যা শুনি, বহুকাল ধরে যা জেনে এসেছি, তা কতটা নিরপেক্ষ, এবং কতটা সত্য, তা বিবেচনা করে দেখা উচিত। একজন সভ্য শিক্ষিত মানুষের কাজই তা, প্রেজুডিস ভেঙ্গে পুরনো ধারণাগুলোকে আবারো যাচাই করা। আমরা কী জানি, কেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায় দুর্গোৎসবের দিনগুলিতে ঘরে আলো জ্বালায় না? কেন তারা আজও শোক পালন করেন? মহিষাসুরকে বধের এই ঘটনাটি আসলেই কী ছিল? পৌরানিক গল্পের এই শক্তিশালী যোদ্ধা অসুর আসলে কে ছিলেন?

প্রতিটি পৌরানিক গল্পের কিছু আঞ্চলিক সত্যতা থাকে। কোন অঞ্চলে ঘটে যাওয়া কোন আলোচিত ঘটনাকে পরবর্তীতে লোকের মুখে মুখে ঘুরতে ঘুরতে কাহিনীগুলো ডালপালা মেলে। গল্পের রাজাগণ হয়ে ওঠেন এক একজন দেবতা, এক একজন ঈশ্বর বা অবতার। আর পরাজিত বাহিনীর লোকেরা হয়ে ওঠে শয়তান, জ্বীন, দানব, অসুর ইত্যাদি। কিন্তু সেইসব কাহিনীর মাঝেও লুকিয়ে থাকে কিছু বর্বর ইতিহাস, কিছু সত্যতা। লক্ষ্য করলে দেখবেন, এখনো যেই মূর্তিগুলো নির্মান করা হয়, সেখানে মহিষাসুরের গায়ের রঙ কেমন, আর দুর্গা কেমন। কাকে আপনার আপন মনে হয়? এই অঞ্চলের আদি বাসিন্দাদের গায়ের রঙ কেমন ছিল? দুর্গাপূজা কেন এতটাই বর্ণবাদী পূজা? একজন কালো চামড়ার আদিবাসী যোদ্ধাকে হত্যা করাকে হিন্দুরা কীভাবে উৎসব হিসেবে পালন করে? নরহত্যা কী উৎসবের বিষয় হতে পারে? এমনকি, চরম শত্রুকে হত্যা করেও কী উৎসব করা যায়? রক্তাক্ত মহিষাসুরকে হত্যার মাধ্যমে হিন্দুরা তাদের শিশুদের আসলে কী শিক্ষা দিচ্ছেন? হত্যার মাধ্যেম কী কোন সৎ নীতি প্রতিষ্ঠা করা সম্ভব? মহিষাসুরকে হত্যার যেই মূর্তি নির্মান করা হয়, তা কী সাদা চামড়ার বহিরাগত সাম্রাজ্যবাদী কোন শক্তির হাতে আমাদের আপনজন, আমাদের যোদ্ধাদের প্রতারণার মাধ্যমে নিধনের ইতিহাস?

দূর্গা

ভারতের জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ক্যারন চা বাগানের কাছেই রয়েছে ৪৫টি অসুর পরিবার। অসুর পরিবার মানে কী? এই যুদ্ধ বিষয়ে তাদের বক্তব্য কী? তাদের বক্তব্য না জেনে মহা ধুমধাম করে দুর্গা দেবীর পূজা আমার কাছে হাস্যকর মনে হয়।

অসুররা হচ্ছে ভারতের একটি আদিম জনগোষ্ঠী। ভারতের অনেক গ্রামে এখনো সেই জনগোষ্ঠির মানুষ বসবাস করেন। ঝোবিপাট, বরপাট, চারুয়াপাট গ্রামের কথাই বলা যেতে পারে। দুর্গাপুজোর দিনগুলিতে তাদের ঘরে বাতি জ্বালানো হয় না, শোক পালন করা হয়। কারণ কী? কারণ তাদের মতে, তাদের পূর্বপুরুষ মহিষ রাজাকে দুর্গা নামের এক ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী আক্রমণকারী রমণী ছলাকলায় ভুলিয়ে হত্যা করেছিল। শারদীয়া উৎসবের দিনগুলি তাই তাঁদের কাছে শোক পালনের দিন। তারা বেদনার সাথে স্মরণ করেন বীর যোদ্ধা মহিষাসুরকে।

Mahishasura

দুর্গাপূজার যেই ইতিহাস আমরা আজকে জানি, বিপুল প্রচারের মাধ্যমে যেসব বলা হয়, এগুলো তার একদম ভিন্ন একটি চিত্র। তা হয়তো আসলে ছিল ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের বেদ বিরোধী আদিবাসী মানুষদের নির্যাতনের ইতিহাস। মহিষাসুর এবং দেবী দুর্গার এই যুদ্ধকে হিন্দুরা এখন খারাপের সাথে ভালর যুদ্ধ বলে যতই প্রমাণের চেষ্টা করুক, এর মধ্যে লুকিয়ে আছে স্বর্গের দেবতাদের বা সেই সময়ের ব্রাহ্মণ্যবাদী শাসকদের প্রতারণা, এবং ইতরামি। মহিষাসুর নামক এক আদিবাসী রাজা বহিরাগত দেবগনের সাথে দীর্ঘসময় যুদ্ধ করে তাদের পরাস্ত করে কথিত স্বর্গ নামক এক রাজ্য অধিকার কেড়ে নেন। যুদ্ধে পরাজিত এবং বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণের কাছে ধর্ণা দেন, কারণ তারা কেউই মহিষাসুরের সাথে যুদ্ধে পেড়ে উঠছিল না। তাই সকল দেবতা বুদ্ধি বের করলেন, একজন নারীকে মহিষাসুরের কাছে পাঠাবার। কারণ অসুর নীতি অনুসারে, মহিষাসুর কখনই কোন নারীকে আঘাত করবেন না। সেই নারীটি হচ্ছে বর্তমান সময়ের পূজনীয় দুর্গাদেবী। সেই সময়ে মহা পরাক্রমশালী রাজা মহিষাসুরকে নিয়ে স্বর্গের দেবতাগণ, মানে সাদা চামড়ার বহিরাগত দেবতাগণ বিপদে পরেছিল। কিছুতেই এই আদিবাসী অসুরকে থামানো যাচ্ছিল না। তাদের সাম্রাজ্যবাদী চক্রান্ত এই এক মহিষাসুরই ধ্বংস করে দিতে চাচ্ছিলেন। সেই সময়ে একজন নারীকে তাই পাঠানো হয়েছিল মহিষাসুরকে বধ করতে। নারীকে আঘাত না করার সুযোগটির পরিপূর্ণ সদব্যবহার করেছিল সেই সময়ের কথিত দেবতাগণ। সম্মুখ যুদ্ধে মহিষাসুরের সাথে সুবিধা করতে না পেরে, কৌশলে একজন নারীকে দিয়ে প্রতারনার মাধ্যমে খুন করিয়েছিল বীর মহিষাসুরকে। শুধু তাই নয়, আদিবাসীদের ওপর চালানো গণহত্যা এবং অমানবিক নিপীড়ন এখনো নানা সূত্র থেকে আমরা জানতে পারি। হিন্দু পৌরানিক গল্পে যাই লেখা থাকুক না কেন।

দূর্গাপূজা

অসুরেরা ছিলেন বেদ বিরোধী। তারা বেদ মানতেন না, বেদকে ঐশ্বরিক কেতাব বলে গণ্য করতেন না। তারা ‘ওম’ উচ্চারণে অসম্মত ছিলেন। এমনকি, কোন দেবতার মাতব্বরিই তারা মেনে নেন নি। তারাই ছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। হিন্দুদের নানা পৌরানিক কাহিনীতে তাই অসুরদের চিত্রিত করা হয়েছে পশু রূপে, জঘণ্য খারাপ মানুষ রূপে। তাদের কাউকে চিত্রিত করা হয়েছে অর্ধেক মানুষ অর্ধেক পশু রূপে, কাউকে চিত্রিত করা হয়েছে পশু রূপে। অথচ, তারাই এই অঞ্চলের আদি ভূমিপূত্র। তাদের গায়ের রঙ কালো। তারা আমাদেরই পুর্বপুরুষ।

তাই দুর্গা পূজার ইতিহাস হিন্দুদের এক লজ্জার ইতিহাস। তা এক প্রতারণা এবং আদিবাসীদের ওপর চালানো গণহত্যার সাক্ষর বহন করে। এই নিয়ে হুল্লোর করে হিন্দুরা নিজেদের প্রতারণার ইতিহাসকেই স্মরণ করে।

অনেক আদিবাসী গ্রাম এখনো সেইদিনের স্মৃতি ধরে রেখেছে। তারা এখনো দুর্গাপূজার সময় শোক পালন করেন মহান বীর মহিষাসুরকে মনে করে। স্বর্গ তথা সাদা চামড়ার সাম্রাজ্যবাদী বহিরাগতদের বিরুদ্ধে যিনি একাই রুখে দাঁডিয়েছিলেন। তিনি এই মাটির সন্তান। তিনি এই অঞ্চলের মানুষের সন্তান। যিনি নারীকে আঘাত করবেন না, এই অসুর নীতির পালন করতে গিয়ে দেবতাদের প্রতারণায় জীবন দেন।

তাই আমি এই অসুর নীতিতে আস্থা রাখি। প্রতারণা এবং শঠতাপূর্ণ দেবতাদের সাম্রাজ্যবাদী নীতিতে নই। প্রতারক, খুনী দুর্গাদেবী এবং তাকে স্মরণ করে এখনো আদিবাসী হত্যা উৎসব করে যাওয়া হিন্দুদের আমি ঘেন্না করি।

মহিষাসুর

আসিফ মহিউদ্দীন

আসিফ মহিউদ্দীন সম্পাদক সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন [email protected]

12 thoughts on “দুর্গাপূজা উৎসবকে আমি ঘেন্না করি

  • Anonymous

    অসংখ্য ধন্যবাদ।
    অনেক নতুন তথ্য ও ইতিহাস জানলাম।

    Reply
  • Anonymous

    আদিবাসী হত্যার রেফারেন্স কী দয়া করে জানাবেন। এই কাহিনী পুরোটা মিথ নির্ভর বলেই জানি, অসুর পরিবার নিয়ে কোন তথ্য থাকলে দেবেন।
    ২) আদিবাসী হত্যা ঘটে থাকলে শুধু দূর্গার মূর্তি থাকার কথা, সাথের মহিষাসুর কে তারা রাখতেন না। কেনো মহিষাসুর সহ প্রতিমা নির্মান করা হয় তাও ভাবা দরকার।
    ৩) ‘পুরান যতই বলুক না কেনো’ কিংবা ‘ যত হিন্দুরা প্রমান করার চেষ্টা করুক না কেনো ‘ টাইপ কথা গায়ের জোর মার্কা। শুনলে মনে হয় প্রমান করার চেষ্টা করেও লাভ নাই, যা বলছি তাই। সময়ের সাথে উতসব এর পার্স্পেক্টিভ চেঞ্জ হতে পারে। দূর্গোতসবের মাধ্যমে শুভ’র বিজয় যদি ঘটে থাকে অশুভ’র সাথে, তাকে কেনো ঘেন্না করবেন তার ব্যাখ্যা জরুরি। ধর্মের পুরুষতান্ত্রিকতার মাঝে নারীকে এই বিরল সম্মান দেয়ার উতসব কে কেনো ঘেন্না করবেন তার ব্যাখ্যা জরুরি।
    ৪) মানুষ হত্যার উতসব বলার কারন ব্যাখ্যা করবেন। মহিষাসুর কে মানুষ হিসেবে বর্ণনা করা হয় নি মাইথোলজি তে।
    ধন্যবাদ।

    Reply
  • Anonymous

    অসাধারন একটা লেখা।

    Reply
  • Ritu Bose

    If Mahisashur belonged to a low cast because of his dark skin colour,then an undoubtedly important figure in Hinduism “Krishna’ is also dark skinned which proves this point baseless.I always read your articles eagerly but I couldn’t find any logical explanation here.the tales and beliefs of an adivasi society don’t entirely justify your hatred.Durga puja is a part of the Bengali society and this entire thing just humiliates bengali ethnicity.also,the asuras were devotees of the vedic gods.if you have any explanation please share

    Reply
  • Anonymous

    Asifvai, apni tahole debotader akopote mene nilen to?

    Reply
  • Anonymous

    রেফারেন্স দেয়া উচিৎ।

    Reply
  • Gouranga Nandi

    তবে কি যেটা শুনে এসেছি।সেটা কি গল্প?
    তবে কিন্তুু রমায়ানেও দূর্গা পূজার উল্লেখ পাওয়া যায়।

    Reply
    • aruni sengupta

      পড়লাম…
      একটা গল্পের সাথে রিয়েলিটি কে মিশিয়ে একদম ঘেঁটে দিয়েছে আসিফ…

      প্রথম কথা…
      এই রামায়ণ মহাভারত শিব দুর্গা এসব কি তোমার সত্যি বলে মনে হয়…??? জানি মনে হয় না, কারণ এগুলো গল্প… আর যখন এগুলো গল্পই তখন এই একবিংশ শতাব্দী তে অশুরের বংশধরের আখ্যান টাও গল্প…
      এই জলপাইগুড়ি অঞ্চলেই বিজয়াদশমীর পর আবার নতুন করে দুর্গা পূজা হয়… কারণ ওখানকার লোকজনের ধারনা দুর্গা কৈলাশে ফেরার পথে ওখানে রেস্ট নিয়েছিল… তাহলে কি এটাকেও সত্যি মেনে নেবো…???
      গল্পটা কে গল্পের মতো নাও… যেটা ভালো সেটাকে গ্রহন করো বাকিটা সকৌশলে কাটিয়ে যাও… এটা কমন সেন্স, এর জন্য স্কলার হতে হয় না…

      দ্বিতীয়ত…
      ঘেন্না করি মানে…???? তুই থেকে মুই হোলো সঙ্গে সঙ্গে ঘেন্না এসে গেলো…??? আর এলো কিসের উপরে..??? না একটা গল্পের উপরে যেটা বিশ্বাস না করলেও কিচ্ছু এসে যায় না…
      সারা পৃথিবীর ইতিহাস দেখো, যে জিতেছে সে ইতিহাস লিখেছে… গল্পও তার ব্যাতিক্রম নয়…
      দুর্গা পুজো বলো কি দিওয়ালী, সবাই এটাকে খারাপের উপর সত্যের জয় বলেই জানে এবং পালন করে… মানবতা বোধ বাড়ার সাথে সাথে সবাই এই ফেস্টিভালের অংশ হয়ে গ্যাছে… গল্পে হয়তো দুর্গা অশুর কে হারিয়েছিলো, কিন্তু মানুষের কাছে এটা সত্যের জয়, মানবতার জয়…
      নিজের অনুভূতি গুলো কে ফালতু জিনিসে বেশী বেশী সংবেদনশীল না করে কোর স্পিরিট টা ধরার চেষ্টা করো… এই সব স্ক্রিপচার প্রায় ২৫০০ বছর আগে লেখা… তখনকার সমাজ ব্যাবস্থা নিয়ম এসবে হয়তো তোমার আইডিয়াটাকে অনেকাংশে জাস্টিফাই করে, কিন্তু এই মর্ডান জীবনে কেউ ওভাবে ভাবে না… কারন আমাদের শিক্ষা আমাদের কে বলে ভালো টা নাও আর যেটা অযৌক্তিক সেটাকে পাশকাটিয়ে বেড়িয়ে যাও…

      আশা করব আমার সমালোচনার এঙ্গেল টা তুমি বুঝতে পারবে… বাই দ ওয়ে, লেখা টা ভালো হয়েছিল… ????

      Reply
  • Souvik Halder

    Asif da lekhata valo laglo. Ami bolbo ghotonata jodi sotti hoye o thake eta onek purono ghotona. Kintu bortoman prekkhapote amra durga puja ke osur domon noi borong osubho shoktir porajoy hisebe dekhi. Ar akhonkar asurer gayer rong o kalo nei besh handsome osur hoyeche. Meyera to aajkal dekhi osur debota ke beshi pochodo kore.

    Reply
  • Ashish Kumar (pseudo name)

    I have a request to Mr. Asif..i want to write a short article on killing atheist/infidel in Veda…please give me permission…how to send and where to?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *