মুহাম্মাদ এবং আল্লাহর লুঙ্গি

Print Friendly, PDF & Email

হাদিস থেকে আমরা জানতে পারি যে আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিতে যেটাকে লুঙ্গি বলা হয় তিনি তেমন কিছুই পরতেন। আমরা এও জানি যে তিনি জীবনে একবার উলঙ্গ হয়েছিলেন লুঙ্গি খুলে! কিন্তু আল্লাহরও যে লুঙ্গি থাকতে পারে সেটা কখনও ভেবেছেন?
সাবধান! কেউ সেই লুঙ্গি ধরে টানাটানি করলে (বিবাদে লিপ্ত হলে) সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে!

লুঙ্গি সংক্রান্ত হাদিসঃ-

টাখনুর ওপরে লুঙ্গি পরতে হবে

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ৬০/ আম্বিয়া কিরাম (‘আঃ)
হাদিস নম্বরঃ ৩৪৮৫
পরিচ্ছেদঃ ৬০/৫৪. পরিচ্ছেদ নাই।
৩৪৮৫. ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি গর্ব ও অহংকারের সাথে লুঙ্গি টাখ্নুর নীচে ঝুলিয়ে পথ চলছিল। এই অবস্থায় তাকে যমীনে ধ্বসিয়ে দেয়া হল এবং কিয়ামত পর্যন্ত সে এমনি অবস্থায় নীচের দিকেই যেতে থাকবে। (আধুনিক প্রকাশনীঃ ৩২২৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩২৩৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৩৪৮৫

লুঙ্গি গুটি মেরে বসা যাবে না

পাবলিশারঃ হাদিস একাডেমি / গ্রন্থঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী) / অধ্যায়ঃ ৩৮। পোশাক ও সাজসজ্জা
হাদিস নম্বরঃ ৫৩৯৫
পরিচ্ছেদঃ ২১. এক পায়ের উপর অপর পা উঠিয়ে চিৎ হয়ে শোয়া নিষেধ
৫৩৯৫-(৭৩/…) ইসহাক ইবনু ইবরাহীম ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ….. জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক জুতা (এক পায়ে) পরিধান করে হাটবে না, এক লুঙ্গি গুটি মেরে বসবে না, বাম হাতে খাদ্য খাবে না, এক কাপড়ে সারা দেহে জড়িয়ে রাখবে না এবং চিত হয়ে ঘুমানো অবস্থায় এক পায়ের উপর অপর পা তুলবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩২৪, ইসলামিক সেন্টার ৫৩৪১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৫৩৯৫

লুঙ্গি কষে (কোমরে বেঁধে) ইবাদত করা

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ৩২/ লাইলাতুল ক্বদর-এর ফাযীলাত
হাদিস নম্বরঃ ২০২৪
পরিচ্ছেদঃ ৩২/৫. রমাযানের শেষ দশকের আমল।
২০২৪. ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রমাযানের শেষ দশক আসত তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (মুসলিম ১৪/৩, হাঃ ১১৭৪) (আধুনিক প্রকাশনীঃ ১৮৮২, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৯৪)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ২০২৪

লুঙ্গি কাঁধে বেঁধে নামাজ পড়া (অভাব বা কাপড় ছোট হবার কারণে)

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ৮/ সলাত
হাদিস নম্বরঃ ৩৬২
পরিচ্ছেদঃ ৮/৬. কাপড় সংকীর্ণ হয় যদি।
৩৬২. সাহল (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা শিশুদের মত নিজেদের লুঙ্গি কাঁধে বেঁধে সালাত আদায় করতেন। আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে, তারা যেন পুরুষদের ঠিকমত বসে যাওয়ার পূর্বে সাজদাহ হতে মাথা না উঠায়। (৮১৪, ১২১৫; মুসলিম ৪/২৯, হাঃ৪৪১, আহমাদ ১৫৫৬২) (আধুনিক প্রকাশনীঃ৩৪৯, ইসলামিক ফাউন্ডেশনঃ৩৫৫)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৩৬২

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ২১/ সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ
হাদিস নম্বরঃ ১২১৫
এ বিষয়ে সাহল ইবনু সা‘দ (রাযি.) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীস বর্ণিত রয়েছে।
১২১৫. সাহল ইবনু সা‘দ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, সহাবীগণ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে সালাত আদায় করতেন এবং তাঁরা তাদের লুঙ্গি ছোট হবার কারণে ঘাড়ের সাথে বেঁধে রাখতেন। তাই মহিলাগণকে বলা হল, পুরুষগণ সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা (সাজ্দাহ হতে) মাথা তুলবে না। (৩৬২) (আধুনিক প্রকাশনীঃ ১১৩৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ১১৪২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ১২১৫

নবী লুঙ্গি পরা অবস্থায় মারা গিয়েছিলেন

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সুনানে ইবনে মাজাহ / অধ্যায়ঃ ২৬/ পোশাক-পরিচ্ছদ
হাদিস নম্বরঃ ৩৫৫১
পরিচ্ছেদঃ ২৬/১. রাসূলুল্লাহ ﷺ -এর পোশাক
২/৩৫৫১। আবূ বুরদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করলে তিনি আমার সামনে ইয়ামনের তৈরী মোটা কাপড়ের একটি লুঙ্গি এবং একটি কম্বল (বা চাদর) বের করলেন এবং শপথ করে আমাকে বললেন, কাপড় দু’টি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেন।
সহীহুল বুখারী ৩১০৮, ৫৮১৮, মুসলিম ২০৮০, তিরমিযী ১৭৩৩, আবূ দাউদ ৪০৩৬, আহমাদ ২৩৫১৭, ২৪৪৭৬, মুখতাসারুশ শামাইল ৯৬। তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৩৫৫১

পাবলিশারঃ হুসাইন আল-মাদানী / গ্রন্থঃ সূনান আত তিরমিজী (তাহকীককৃত) / অধ্যায়ঃ ২২/ পোশাক পরিচ্ছদ
হাদিস নম্বরঃ ১৭৩৩
পরিচ্ছেদঃ ১০. পশমী কাপড় পরা সম্পর্কে
১৭৩৩। আবূ বুরদা (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমাদেরকে আইশা (রাঃ) তালিযুক্ত কম্বল (বা চাদর) এবং মোটা কাপড়ের একটি লুঙ্গি বের করে দেখান এবং বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কাপড় পরে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন।
সহীহ, ইবনু মা-জাহ (৩৫৫১), নাসা-ঈ
আবূ ঈসা বলেন, আলী ও ইবনু মাসউদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আইশা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ১৭৩৩

পাবলিশারঃ হাদিস একাডেমি / গ্রন্থঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী) / অধ্যায়ঃ ৩৮। পোশাক ও সাজসজ্জা
হাদিস নম্বরঃ ৫৩৩৫
পরিচ্ছেদঃ ৬. সাধারণ পোশাক পরা; পোশাক, বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশমী ও নকশী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
৫৩৩৫-(৩৪/২০৮০) শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ….. আবূ বুরদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ্ (রাযিঃ) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাববাদাহ্ নামক একটি চাদর বের করলেন। তিনি বলেন, অতঃপর তিনি (আয়িশাহ) আল্লাহর কসম করে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৬৮, ইসলামিক সেন্টার ৫২৮১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৫৩৩৫

নবী তার কন্যার শরীরে লুঙ্গি জড়িয়ে শেষ বিদায় দিয়েছিলেন

পাবলিশারঃ হাদিস একাডেমি / গ্রন্থঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী) / অধ্যায়ঃ ১২। জানাযাহ সম্পর্কিত
হাদিস নম্বরঃ ২০৬২
পরিচ্ছেদঃ ১২. মৃতকে গোসল করানো প্রসঙ্গে
২০৬২-(৪০/…) আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও আমর আন নাকিদ (রহঃ) ….. উম্মু ‘আতিয়াহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যায়নাব (রাযিঃ) যখন ইনতিকাল করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও, তিনবার বা পাঁচবার। আর পঞ্চমবারের সাথে কর্পূর দাও অথবা বলেছেন কিছু কর্পূর দাও গোসল শেষ করে আমাকে খবর দিও। উম্মু আতিয়্যাহ (রাযিঃ) বলেন, গোসল শেষ করে আমরা তাকে খবর দিলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে তার লুঙ্গি দিয়ে বললেন, এটা কাফনের ভিতরে তার গায়ে জড়িয়ে দাও। (ইসলামী ফাউন্ডেশন ২০৪১, ইসলামীক সেন্টার ২০৪৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ২০৬২

নবী লুঙ্গি খুলে উলঙ্গ হতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন(!)

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ) / অধ্যায়ঃ ৮/ সালাত
হাদিস নম্বরঃ ৩৫৭
পরিচ্ছেদঃ ২৪৯। সালাতে ও তার বাইরে বিবস্ত্র হওয়া অপছন্দনীয়
৩৫৭। মাতার ইবনু ফযল (রহঃ) … জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নবুওয়াতের পূর্বে) কুরাইশদের সাথে কাবার (মেরামতের) জন্য পাথর তুলে দিচ্ছিলেন। তাঁর পরনে ছিল লুঙ্গী। তাঁর চাচা ‘আব্বাস (রাঃ) তাঁকে বললেন; ভাতিজা! তুমি লুঙ্গী খুলে কাঁধে পাথরের নীচে রাখলে ভাল হত। জাবির (রাঃ) বলেনঃ তিনি লুঙ্গী খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাত বেহুশ হয়ে পড়লেন। এরপর তাঁকে আর কখনও বিবস্ত্র অবস্থাই দেখা যায়নি।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৩৫৭

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ৮/ সলাত
হাদিস নম্বরঃ ৩৬৪
পরিচ্ছেদঃ ৮/৮. সলাতে ও তার বাইরে উলঙ্গ হওয়া অপছন্দনীয়।
৩৬৪. জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নবুওয়াতের পূর্বে) কুরাইশদের সাথে কা‘বার (মেরামতের) জন্যে পাথর তুলে দিচ্ছিলেন। তাঁর পরিধানে ছিল লুঙ্গি। তাঁর চাচা ‘আববাস (রাযি.) তাঁকে বললেনঃ ভাতিজা! তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নীচে রাখলে ভাল হ’ত। জাবির (রাযি.) বলেনঃ তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুঁশ হয়ে পড়লেন। এরপর তাঁকে আর কখনো নগ্ন অবস্থায় দেখা যায়নি। (১৫৮২, ৩৮২৯; মুসলিম ৩/১৯, হাঃ ৩৪০) (আধুনিক প্রকাশনীঃ ৩৫১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৫৭)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৩৬৪

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ৬৩/ আনসারগণ (রাযিয়াল্লাহু ‘আনহুম)-এর মর্যাদা
হাদিস নম্বরঃ ৩৮২৯
পরিচ্ছেদঃ ৬৩/২৫. কা‘বা নির্মাণ।
৩৮২৯. জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, যখন কা’বা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ‘আববাস (রাঃ) পাথর বয়ে আনছিলেন। ‘আববাস (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখ, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে। (লুঙ্গি খুলতেই) তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তাঁর চোখ দু’টি আকাশের দিকে নিবিষ্ট ছিল। তাঁর চেতনা ফিরে এল, তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। তৎক্ষণাৎ তাঁর লুঙ্গি পরিয়ে দেয়া হল। (৩৬৪) (আধুনিক প্রকাশনীঃ ৩৫৪৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৫৪৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৩৮২৯

আল্লাহর লুঙ্গি(!)

পাবলিশারঃ আল্লামা আলবানী একাডেমী / গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত) / অধ্যায়ঃ ২৭/ পোশাক-পরিচ্ছদ
হাদিস নম্বরঃ ৪০৯০
পরিচ্ছেদঃ ২৮. অহংকার সম্পর্কে
৪০৯০। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাঁদর এবং মহত্ব হলো আমার লুঙ্গি। যে কেউ এর কোনো একটি নিয়ে আমার সাথে ঝগড়া করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৪০৯০

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সুনানে ইবনে মাজাহ / অধ্যায়ঃ ৩১/ পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
হাদিস নম্বরঃ ৪১৭৪
পরিচ্ছেদঃ ৩১/১৬. অহমিকা বর্জন এবং বিনয়-নম্রতা অবলম্বন
২/৪১৭৪। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, মহানত্ব আমার লুঙ্গি। কেউ এ দু’টির কোন একটি নিয়ে আমার সাথে বিবাদ করলে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো।
মুসলিম ২৬২০, আবূ দাউদ ৪০৯০, আহমাদ ৭৩৩৫, ৮৬৭৭, ৯০৯৫, ৯২২৪, ৯৪১০, রাওদুন নাদীর ৬৭৭, সহীহাহ ৫৪১।
তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নম্বরঃ ৪১৭৪

2 thoughts on “মুহাম্মাদ এবং আল্লাহর লুঙ্গি

  • April 13, 2020 at 12:44 PM
    Permalink

    Hello Vy,
    I am living in NY. Could you advise me what books will be required to know about the religious concepts and discuss it with my great Momen and Moderate friends? Please let me know. You couple of guys did lots of change.
    Thanks, All of you and good luck.

    Reply
  • April 17, 2020 at 8:28 AM
    Permalink

    আপনি যদি আপনার নিজের বাবার অথবা শিক্ষকের লুঙ্গি বা চাদর ধরে টানেন তখন আপনার বাবার/শিক্ষকের কতটুকু অসম্মান/অপমান হবে..?
    এ কাজ করার জন্য আপনার বাবা/শিক্ষক নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তি দিবেন..

    এখানে অহংকার করার ফলে আল্লাহর কতটুকু অপমান করা হচ্ছে বুঝাতে লুঙ্গি ও চাদর কে উদাহরণ হিসেবে ধরা হলো..

    হাদিস থেকেই বোঝা যাচ্ছে তখন(কোনো সময়) বস্ত্রের অভাব ছিলো হয়তো..
    এজন্য গোসলের পর রাসুল(সাঃ)তার মেয়েকে কাপড় জড়ানোর জন্য তিনি নিজের লুঙ্গি দিয়ে দিলেন..

    উপরে সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ২১/ সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ
    হাদিস নম্বরঃ ১২১৫-“তাঁরা তাদের লুঙ্গি ছোট হবার কারণে ঘাড়ের সাথে বেঁধে”

    আচ্ছা ভাই কেউ কি লুঙ্গি ছোট হবার কারনে লুঙ্গি ঘারে উঠায় যাতে তার গোপনাঙ্গ দেখা যায়?

    লুঙ্গি বড় হলে ঘারে উঠানো যায় যাতে গোপনাঙ্গ না দেখা যায়..

    তাহলে ওই হাদিস সহিহ কিভাবে হলো?
    ওখানে তো বর্ননাতেই ভুল আছে..

    সময়ের স্বল্পতার কারনে সবগুলোর উত্তর দিতে পারলাম না..

    আমার কাছে আল্লাহর রহমতে আপনাদের সকলপ্রকার বিভ্রান্তির উত্তর আছে..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *