ইতিহাসইসলাম

সূরা তাহরীম | তাফসীরে জালালাইন

সূরা তাহরীমের প্রথম আয়াতটি হচ্ছে,

হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।
আল কোরআন সূরা আত-তাহরীম আয়াত ১

কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুয়ূতী ও জালালুদ্দীন মহল্লী প্রণীত তাফসীরে জালালাইন ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ হিসেবে স্বীকৃত। সূরা তাহরীমের এই আয়াতটি নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের সূত্র ধরে গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কোরআনের প্রখ্যাত তাফসির “তাফসীরে জালালাইন” গ্রন্থ থেকে সরাসরি তুলে দেয়া হলো ওই সূরার তাফসীরের গুরুত্বপূর্ণ অংশ। আগ্রহী পাঠকগণ পুরো গ্রন্থটি ডাউনলোড করতে পারেন গ্রন্থাগার পাতা থেকে। নাস্তিক্য ডট কমের পাঠকগণ নিজেদের মেধা এবং বুদ্ধি খাটিয়ে নিজেরাই বুঝে নেবেন, সত্য কোনটি।

উল্লেখ্য, ইসলামের ইতিহাস, কোরআনের তাফসীর, হাদিস গ্রন্থসমূহ সবই প্রখ্যাত মুসলিম স্কলারদের দ্বারাই লিখিত। তাই এগুলো নিরপেক্ষ হবে, এমনটা আশা করা যায় না। এটি বোঝা কষ্টকর নয় যে, মুসলিম স্কলারগণ নবী মুহাম্মদের চরিত্রের কালিমা পরিষ্কারের যথাসাধ্য চেষ্টাই করেছেন। তথাপি এসব গ্রন্থ থেকে যা জানা যায়, সেটুকুও ভয়াবহ।

জালালাইন
জালালাইন 2
জালালাইন 4
জালালাইন 6

আসিফ মহিউদ্দীন

আসিফ মহিউদ্দীন সম্পাদক সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *