সুফি ঐতিহ্যে সহিংসতার ইতিহাস (History of Violence in the Sufi Tradition): মুদ্রার উল্টোপিঠের অজানা গল্প
সুফিবাদ শব্দটা শুনলেই চোখের সামনে ভাসে গেরুয়া বসন আর একতারার সুর। কিন্তু ইতিহাসের রাস্তাটা সরলরেখায় চলে না। সুফিদের এক হাতে তসবিহ আর অন্য হাতে তলোয়ার – এমন দৃশ্যও ইতিহাসে কম নেই। অটোমান জেনিসারিদের হুঙ্কার, সাফাভিদদের রক্তক্ষয়ী রাজ্যজয়, কিংবা বাংলার মজনু শাহের গেরিলা যুদ্ধ – সবই সুফি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আধ্যাত্মিকতার আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতা, রাজনীতি এবং অস্তিত্ব রক্ষার এই ‘অস্বস্তিকর’ গল্পগুলো সচরাচর বলা হয় না। এই আর্টিকেলে রোমান্টিকতার চাদর সরিয়ে উন্মোচন করা হয়েছে সুফি ঐতিহ্যের সেই ধূসর অধ্যায়, যেখানে ভক্তি আর সহিংসতা একাকার হয়ে গেছে। এটি কেবল সাধনার গল্প নয়, বরং বারুদের গন্ধে মাখা এক ভিন্ন ইতিহাসের দলিল।
Read More

