আব্বাসীয় খিলাফত (Abbasid Caliphate): ইতিহাসের সোনালী মরীচিকা এবং ক্ষমতার দাবাখেলা
আব্বাসীয় খিলাফতের ৫০০ বছরের ইতিহাস এক সোনালী মরীচিকা – একই সাথে জ্ঞান-বিজ্ঞানের মহাবিস্ফোরণ এবং ক্ষমতার নিষ্ঠুরতম খেলার মহাকাব্য। উমাইয়াদের বিরুদ্ধে এক সফল বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তারা বাগদাদে গড়ে তোলে বায়তুল হিকমাহ, যা সভ্যতাকে আলোকিত করে। কিন্তু সেই আলোর নিচেই ছিল হারুনুর রশীদের স্বৈরাচার, ভাইয়ে-ভাইয়ে রক্তক্ষয়ী যুদ্ধ এবং তুর্কি মামলুকদের উত্থানের মতো গাঢ় অন্ধকার। এই আর্টিকেল আব্বাসীয়দের সেই দ্বৈত সত্তাকে ব্যবচ্ছেদ করে – যেখানে অ্যারিস্টটলের দর্শন আর জল্লাদের তরবারি পাশাপাশি চলত – এবং দেখায় কীভাবে এই গৌরবময় সভ্যতা অভ্যন্তরীণ ক্ষয়ের ফলে ১২৫৮ সালে মঙ্গোল আক্রমণে ধুলোয় মিশে গিয়েছিল।
Read More