ইভাঞ্জেজেলিকাল খ্রিস্টধর্ম বা ইভাঞ্জেলিকালিজম (Evangelicalism): এক অচেনা শব্দের সহজ পাঠ
ইভানজেলিক্যালিজম – এই অচেনা শব্দটি কোনো নির্দিষ্ট গির্জা নয়, বরং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টধর্মের এক বিশাল আন্দোলন। এর ভিত্তি চারটি মূল স্তম্ভের ওপর: বাইবেলের চূড়ান্ত কর্তৃত্ব, যিশুর ক্রুশীয় আত্মত্যাগ, ব্যক্তিগত ‘নবজন্মের’ অভিজ্ঞতা এবং বিশ্বাসকে কর্মে রূপ দেওয়ার সক্রিয়তা। এই লেখাটি এর গভীর ঐতিহাসিক শেকড় থেকে শুরু করে আধুনিক যুগে এর বিস্ময়কর বৈচিত্র্য, বিতর্ক এবং আমেরিকার রাজনীতিতে এর শক্তিশালী ভূমিকা তুলে ধরেছে। এক কথায়, প্রায়শই ভুলভাবে উপস্থাপিত এই জটিল বিশ্বব্যাপী আন্দোলনটিকে সহজভাবে বোঝার একটি পূর্ণাঙ্গ পাঠ এটি, যা এর আধ্যাত্মিকতা ও রাজনৈতিক প্রভাব – উভয় দিকই উন্মোচন করে।
Read More