হিন্দু ধর্ম ও গোমাংস রহস্যঃ নিষেধের যুগ
একসময় গোমাংসভক্ষণ পাপ বলে বিবেচিত হত না, যজ্ঞে গোহত্যা করা হত, অতিথিদের আপ্যায়ণে পরিবেশন করা হত গোমাংস। এই লেখাতে গোমাংস বিষয়ক নিষেধাজ্ঞা সম্বন্ধে হিন্দু শাস্ত্রীয় বিধান তুলে ধরা হবে।
Read Moreহিন্দু ধর্মে গরুকে দেবতার সন্মান দেয়া হয়। গরু নানাভাবে মানুষের উপকার করে বলে হিন্দু ধর্মে গোহত্যা নিষিদ্ধ। বর্তমানে হিন্দুত্ববাদী গোভক্ত এবং গোসন্তানগণ ভারতে গোমাংস খাওয়ার কারণে অনেকের ওপর নির্যাতনও চালাচ্ছে। কিন্তু প্রাচীনকাল থেকেই হিন্দুরা গোমাংস খাওয়া হতো। এর প্রমাণ মেলে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থতেই।
একসময় গোমাংসভক্ষণ পাপ বলে বিবেচিত হত না, যজ্ঞে গোহত্যা করা হত, অতিথিদের আপ্যায়ণে পরিবেশন করা হত গোমাংস। এই লেখাতে গোমাংস বিষয়ক নিষেধাজ্ঞা সম্বন্ধে হিন্দু শাস্ত্রীয় বিধান তুলে ধরা হবে।
Read Moreপ্রাচীন সংস্কৃত সাহিত্যে এমন অনেক প্রমাণ পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে গরুকে শুধু যে যজ্ঞে বলি হিসাবে হত্যা করা হত তাই নয় বরং বিশেষ অতিথি, বেদজ্ঞ প্রভৃতিকে আপ্যায়ণ করারও জন্যও গোমাংসের ব্যবস্থা করা হত
Read Moreআলবিরুনী একাদশ শতাব্দীর লোক ছিলেন। আলবিরুনির ভারত ভ্রমণের বিবরণ হতে জানা যায়, হিন্দুরা আগে গোমাংস খেত। যজ্ঞে গরু বলি দেওয়া হত
Read Moreপ্রাচীনকালে অতিথির সৎকারের জন্য গোহত্যা করা হত। তাই অতিথির নাম হয়েছিল গোঘ্ন।
Read Moreসংস্কৃত সাহিত্য থেকে জানা যাচ্ছে আশ্চর্যজনক সব কথা। বাল্মীকি তার আশ্রমে ঋষি বশিষ্ঠকে আপ্যায়ন করলেন গোমাংস দিয়ে। রামের পিতা দশরথের মেনুতে থাকতো গোমাংস , তা দিয়ে চলতো অতিথি আপ্যায়ন।
Read Moreরামায়ণ হতে জানা যাচ্ছে- রাম যখন ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিলেন, ভরদ্বাজ রামকে তখন গোমাংস দ্বারা আপ্যায়ণ করেছিলেন।
Read Moreবেদ,ব্রাহ্মণ, উপনিষদ, কল্পসূত্রের মত ধর্মশাস্ত্রগুলিতেও গোমাংস খাওয়া অনুমতি রয়েছে। প্রাচীন সময়ে গরু কোনো গোমাতা ছিল না। গরু নিয়ে রাজনীতিই গরুকে গোমাতা করে তুলেছে।
Read Moreইতোপূর্বেই আমরা দেখেছি বেদের সংহিতা, ব্রাহ্মণ ও উপনিষদ ভাগে গরু বলির ও গোমাংস খাওয়ার কথা বলা আছে। এখন বেদাঙ্গে খুঁজে দেখবার পালা। বেদাঙ্গের অন্তর্গত গৃহ্যসূত্রগুলির অসংখ্যস্থলে এবং ধর্মসূত্রগুলিতেও গোহত্যা ও গোমাংস খাওয়ার কথা পাওয়া যায়।
Read Moreইতিহাস বলে হিন্দুরা আগে গোমাংস খেত। তাহলে কেন তারা গোমাংস খাওয়া বন্ধ করলো? কিভাবে হিন্দুদের গোমাংসের জোগান দেওয়া আদিম গরু আজকের গোমাতা হয়ে উঠলো?
Read Moreরামায়ণ, মহাভারত হল হিন্দুদের দুই বিখ্যাত মহাকাব্য। হিন্দু ঐতিহ্যে এদের ইতিহাসও বলা হয়ে থাকে। এর মধ্যে মহাভারতের এমনই মহিমা যে একে পঞ্চম বেদও বলা হয়ে থাকে। পঞ্চম বেদ খ্যাত এই মহাভারতে বর্তমান হিন্দু সমাজের অবধ্য গরু সম্বন্ধে খুব চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জানা যায়, আজকের হিন্দুসমাজের মত গোহত্যা ও গোমাংস ভক্ষণ প্রাচীন হিন্দুদের কাছে গর্হিত বলে বিবেচিত হত না।
Read Moreআপনারা আশ্চর্যান্বিত হবেন, যদি আমি আপনাদের বলি প্রাচীন রীতি অনুযায়ী গরু না খেলে ভালো হিন্দু হওয়া যেত না। বিশেষ অনুষ্ঠানে তার অবশ্যই বৃষ বলি দিয়ে খেতে হত। হিন্দু ধর্মের অনেক গ্রন্থেই গরু বলির ও গোমাংস খাওয়ার কথা রয়েছে।
Read More