বর্তমান সময়ে বাংলাদেশে যারা ইসলামের পক্ষে নানাধরনের কিতাব লেখেন, তাদের অন্যতম রূহানী পিতা হচ্ছেন তুরস্কের সাজাপ্রাপ্ত অপরাধী হারুন ইয়াহিয়া। মূলত বাংলাদেশ সহ অনেক দেশের লক্ষ লক্ষ ইসলামপন্থী লেখককেই তার লেখা কিতাব উৎসাহিত করেছে এবং এইসব দেশের ইসলামি কিতাব লেখকদের অধিকাংশ অংশী হারুন ইয়াহিয়ার বই থেকে সরাসরি কপি করা। মজার ব্যাপার হচ্ছে, খোদ তুরস্কেই তুর্কী ধর্মীয় নেতা, সৃষ্টিবাদী, ষড়যন্ত্রতাত্ত্বিক হারুন ইয়াহিয়াকে গত ১১ জানুয়ারি, ২০২১ তারিখে অপরাধমূলক উদ্যোগ, আর্থিক জালিয়াতি এবং যৌন নির্যাতনের দায়ে ১০৭৫ বছরের কারাদণ্ড দেয়া হয় [1]। পরবর্তীতে তার বাটপারির আরও অনেক প্রমাণ পাওয়ার পরে এই শাস্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। আসুন ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স এডুকেশন এর ওয়েবসাইটে তার সম্পর্কে কি বলা হয়েছে দেখে নিই, [2]। এরকম একজন বাটপার এবং প্রতারক যে ইসলামের পক্ষে অনেকগুলো বই লিখে আলোড়ন তুলবে, জনপ্রিয় হবে, সেটি অবাক হওয়ার মত কোন ব্যাপার নয়। তার বক্তব্যের খণ্ডন পরবর্তী সময়ে করা হবে। আপাতত তার শাস্তি সম্পর্কে জেনে নিই।
