একটি বিষয় নিয়ে প্রায়শই মুসলিমদের মধ্যে নানা ধরণের কোন্দল এবং মারামারির সূচনা হয়। বিষয়টি হচ্ছে, কোরআনের কোন আয়াত এবং হাদিস বা সুন্নাহের মধ্যে দুই ধরনের বক্তব্য পাওয়া গেলে এদের মধ্যে কোনটি ইসলামের বিধান বলে গণ্য হবে? আল্লাহর কথা নাকি রাসুলের কথা? এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ, নাকি নবী? কোরআনের বানী মানবেন, নাকি রাসুলের নির্দেশনা? আসুন একটি ওয়াজ থেকে দেশের প্রখ্যাত একজন আলেমের কথা শুনি,
এবারে আসুন একটি বিখ্যাত তাফসীর গ্রন্থ থেকে একটি বিষয় জেনে নেয়া যাক, [1]

তথ্যসূত্রঃ
- আহকামুল কুরআন, ১ম খণ্ড, পৃষ্ঠা ১৩৪ ↩︎