আলীর দাসীবাঁদী উম্মে ওয়ালাদ জানা যায়, মৃত্যুর সময় আলীর অনেক উম্মু ওয়ালাদ ছিল, যাদের পেটে আলী সন্তান জন্ম দিয়েছিল। [1] তথ্যসূত্রঃ আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামিক ফাউন্ডেশন, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৫৮৯ ↩︎