আল্লাহর আরশ কাঁপে

হাদিস থেকে জানা যায়, বনু কুরাইজার গণহত্যার নির্দেশ প্রদানকারী সাহাবী সাদের মৃত্যুতে, যিনি সেই দুইজন সাহাবীর একজন(উমর এবং সাদ) যিনি যুদ্ধবন্দীদের সর্বদাই জবাই করে ফেলার জন্য নবীকে পরামর্শ দিতেন, তার মৃত্যুতে আল্লাহ এতটাই দুঃখিত হয়ে গিয়েছিলেন যে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি ভবিষ্যৎ সম্পর্কে একদম নিশ্চিতভাবে জেনে থাকেন, তাহলে কারো মৃত্যুতে আল্লাহর সিংহাসন কেঁপে উঠবে কেন? আমরা মানুষ, যারা ভবিষ্যৎ জানি না, তারা আমাদের পরিচিত কারো মৃত্যুতে দুঃখিত হই, কষ্ট পাই, সেই কারণে আমরা কেঁপে উঠতে পারি। কিন্তু আল্লাহ, যিনি নিজেই নির্ধারণ করে রেখেছেন, কে কবে কীভাবে মারা যাবে, তার কেঁপে উঠার কারণ কী! [1] [2]

আরশ

সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ৫০/ আম্বিয়া কিরাম (আঃ)
পরিচ্ছদঃ ২১২২. স্বাদ ইবন মু’আয (রাঃ) এর মর্যাদা
৩৫৩১। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) … জাবির (রাঃ) বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি সা’দ ইবনু মু’আয (রাঃ) এর মৃত্যুতে আল্লাহ্ ত’আলার আরশ কেঁপে উঠে ছিল। আমাশ (রহঃ) … নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত হয়েছে, এক ব্যাক্তি জাবির (রাঃ) কে বলল, বারা ইবনু আযিব (রাঃ) তো বলেন, জানাযার খাট নড়েছিল। তদুত্তরে জাবির (রাঃ) বললেন, সা’দ ও বারা (রাঃ) এর গোত্রদ্বয়ের মধ্যে কিছুটা বিরোধ ছিল, (কিন্তু এটা ঠিক নয়) কেননা, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে عَرْشُ الرَّحْمَنِ অর্থাৎ আল্লাহর আরশ সা’দ ইবনু মু’আযের (মৃত্যুতে) কেঁপে উঠল বলতে শুনেছি।
হাদিসের মানঃ সহিহ (Sahih)


তথ্যসূত্রঃ
  1. তাফসীরে মাযহারী, ৫ম খণ্ড, পৃষ্ঠা ২০৬ ↩︎
  2. সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৩৫৩১ ↩︎