ইসলামিক মিথলজি অনুসারে, আল্লাহ পাকের দুইটি হাত রয়েছে, তবে দুইটি হাতই ডানহাত। দুই ডানহাত দিয়ে উনি উনার জরুরি কাজকর্ম কীভাবে করেন, সেটি অবশ্য জানা যায় না।
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৫০/ বিচারকের নীতিমালা
পরিচ্ছেদঃ ১. ন্যায়পরায়ণ বিচারকের ফযীলত
৫৩৭৮. কুতায়বা ইবন সাঈদ ও মুহাম্মদ ইবন আদম ইবন সুলায়মান (রহঃ) … আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সুবিচারক লোক আল্লাহ তা’আলার নিকট তাঁর ডান হাতের দিকে নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবে। যারা তাদের বিচারকার্যে, পরিবারে ও দায়িত্বভুক্ত বিষয়ে ইনসাফ রক্ষা করে। রাবী মুহাম্মদ (রহঃ) তাঁর হাদীসে বলেনঃ আল্লাহর উভয় হাতই ডান হাত।
তাহক্বীকঃ সহীহ। আত-তা’লীকুর রাগীব ৩/১৩৫।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
