মুহাম্মদের জীবনের একটি ঘটনা থেকে জানা যায়, কাবা গৃহ পুনর্নির্মান করার সময়ে একবার সবার সামনে নবীর লুঙ্গিটি তার চাচা আব্বাস খুলে নিয়েছিল। নবী মুহাম্মদ লজ্জায় অপমানে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। এ থেকে বোঝা যায়, খুব কড়া আবেগ নবী সহ্য করতে পারতেন না, জ্ঞান হারিয়ে ফেলতেন [1] [2]।
সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৬৩/ আনসারগণ (রাযিয়াল্লাহু ‘আনহুম)-এর মর্যাদা
পরিচ্ছদঃ ৬৩/২৫. কা‘বা নির্মাণ।
৩৮২৯. জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, যখন কা’বা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ‘আববাস (রাঃ) পাথর বয়ে আনছিলেন। ‘আববাস (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখ, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে। (লুঙ্গি খুলতেই) তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তাঁর চোখ দু’টি আকাশের দিকে নিবিষ্ট ছিল। তাঁর চেতনা ফিরে এল, তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। তৎক্ষণাৎ তাঁর লুঙ্গি পরিয়ে দেয়া হল। (৩৬৪) (আধুনিক প্রকাশনীঃ ৩৫৪৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৫৪৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

প্রশ্ন জাগে, এই সময়ে নবীর বয়স কত ছিল! নবী কি নিতান্তই কমবয়সী বালক ছিলেন, নাকি প্রাপ্তবয়স্ক মানুষ। সেই প্রশ্নের উত্তর মেলে তাফসিরে ইবনে কাসীর থেকে। কল্পনা করুন তো, পঁয়ত্রিশ বছরের বয়স্ক লুঙ্গি খুলে অজ্ঞান হওয়া ন্যাংটু নবী, কাবার পাশে শুয়ে আছে [3]

তথ্যসূত্র
- সহীহ বুখারী, তাওহীদ পাবলিকেশন্স, হাদিসঃ ৩৮২৯ [↑]
- সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৩৭১ [↑]
- তাফসীরে ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৭৩৩, ৭৩৪ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"