04.হিলফুল ফুজুলে নবীর ভূমিকা

একটি দাবী প্রায়শই মুসলিমদের পক্ষ থেকে শোনা যায়, সেটি হচ্ছে, নবী মুহাম্মদ যৌবনের সময়েই হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে মক্কার তরুনদের নেতা হয়ে যান! কিন্তু বাস্তবতা হচ্ছে, হিলফুল ফুজুল সংগঠনটি তৈরি করেছিলেন মুহাম্মদের পৌত্তলিক চাচা আয যুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব যিনি মুহাম্মদের ধর্ম প্রচারের বহু পূর্বেই নানা জনকল্যানমূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি তার ভাই আবু তালিবের সাথে তিনি তীর্থযাত্রীদের জন্য খাবার ও পানীয় সরবরাহের পারিবারিক বাধ্যবাধকতার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি তরুণ মুহম্মদ এর যৌথ অভিভাবকত্বও পালন করেছেন। বলা হয় যে, ৫৮৪ সালে তিনি মুহাম্মদকে ইয়েমেনের সফরে নিয়েছিলেন। তিনিই ছিলেন হিলফুল ফুজুলের প্রস্তাবক এবং জনক। বিষয়টি জানা যায় আল বিদায়া ওয়ান নিহায়া এবং তাবাকাত আল কাবীর গ্রন্থ থেকে [1] [2]। মুসলিমগণ একজন পৌত্তলিক আরবের ভাল একটি কাজ তাকে যথাযোগ্য সম্মান না দিয়ে, তাকে বিষয়টির ক্রেডিট না দিয়ে পুরোপুরি বিষয়টি মুহাম্মদের নামে চালিয়ে দেন, যা খুবই অন্যায্য একটি কাজ। বস্তুতপক্ষে মুহাম্মদ ছিলেন সেই সংগঠনের একজন কর্মী, মূল কাজটি এবং সেই চুক্তির প্রস্তাবক ছিলেন তার পৌত্তলিক চাচা যুবায়ের। অর্থাৎ, হিলফুল ফুজুলের কৃতিত্ব যদি কাউকে দিতেই হয়, দিতে হবে একজন পৌত্তলিক আরবকে।

হিলফুল
হিলফুল 1

মুহাম্মদ সম্পর্কিত সম্পূর্ণ লেখাটি এখান থেকে পড়তে পারেন [ নবী মুহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন? ]

মুহাম্মদ ও হাজরে আসওয়াদ

তথ্যসূত্র

  1. আল বিদায়া ওয়ান নিহায়া, ২য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ৫৭৭ []
  2. তাবাকাত আল কাবীর, ইবনে সাদ, পৃষ্ঠা ১৪৩ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"