অনেক মুসলিমই এই ভুল দাবিটি প্রায়শই করে, একটি হাদিস দেখিয়ে। কিন্তু যেই হাদিসটি তারা দেখায়, সেই হাদিসে কিন্তু অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কথা বলা হয়নি, বলা হয়েছে প্রাপ্তবয়স্ক কুমারী মেয়েদের কথা। দাবীটি হচ্ছে, ইসলামে নাকি একজন নাবালিকা মেয়েকে তার পিতা বিবাহ দিলে সে প্রাপ্তবয়ষ্ক হওয়ার পরে সেই বিবাহ বাতিল করার অধিকার পায়! অথচ দাবীটি সম্পূর্ণ মিথ্যা! এই বিষয়ে আহকামুল কুরআন গ্রন্থে যা বলা হয়েছে, সেটি দেখা নেয়া জরুরি [1] –
তথ্যসূত্র
- আহকামুল কুরআন, ইমাম আহমাদ ইবনে আলী আবূ বকর আর-রায়ী আল-যাস্সাস, অনুবাদঃ মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, খায়রুন প্রকাশনী, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ১৩১ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"