বর্তমানে জীববিজ্ঞান এবং প্রাণের উৎস নিয়ে গবেষণাকারীদের মধ্যে বর্তমানে সৃষ্টিবাদীদের খুঁজে পাওয়া কঠিন। ৪,৮০,০০০ জন জীববিজ্ঞানীদের উপর চালানো জরিপে মাত্র ৭০০ জন সৃষ্টিবাদী পাওয়া গেছে যা প্রায় নগণ্য। সুতরাং বুঝতেই পারছেন যে বেশিরভাগ বা অনেক বিজ্ঞানী বিবর্তনে বিশ্বাস করে না কথাটি মিথ্যা। বিবর্তনবাদ আজকের পৃথিবীতে নিউটনের মহাকর্ষ তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ও কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্বের মতই একটি প্রতিষ্ঠিত তত্ত্ব। কে কি বিশ্বাস করে না করে তার উপর তো আর সত্য নির্ভর করে না। যেমন কেউ তো আর মহাকর্ষ তত্ত্বে বিশ্বাস না করে ছাঁদ থেকে লাফ মারছে না। তেমনিভাবে কোন বিজ্ঞানী ব্যক্তিগতভাবে বিবর্তনবাদ ভুল মনে করতেই পারেন। হোক তা ধর্মীয় অন্ধবিশ্বাস বা অন্য কোনো কারণ কিন্তু তা গ্রহণযোগ্য সত্য হবে তখনই যখন তিনি তার স্বপক্ষে প্রমান পেশ করতে পারবেন। যা আজ পর্যন্ত কোন বিজ্ঞানী পারেননি। নিচে পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপ দেখানো হচ্ছে, যেখানে ৯৭% বিজ্ঞানীই বিবর্তনতত্ত্বকে মেনে নিয়েছে বলে জানা যাচ্ছে, [1]
তথ্যসূত্র
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"