13.অমুসলিমদের রক্তদান জায়েজ নেই

ইসলামের শরীয়তের বিধান হচ্ছে, অমুসলিমদের যদি ইসলামে আসার সম্ভাবনা থাকে, তাহলে তাদের রক্ত দিয়ে জীবন রক্ষা করা হালাল। অন্যথায় হালাল নয়। আসুন শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামিক আলেম আল্লামা আলবানীর ফতোয়া পড়ে নিই [1]

রক্ত

এবারে আসুন ইত্তেফাক পত্রিকার একটি পাতা দেখে নেয়া যাক,

রক্ত 1

এবারে আসুন বাংলাদেশের একটি টিভি চ্যানেলে একটি ইসলামিক প্রশ্নোত্তর শুনে নেয়া যাক,

তথ্যসূত্র

  1. ফাতাওয়ায়ে আলবানী, আল্লামা মুহাম্মদ নাসীরুদ্দীন আলবানী (রহঃ) , মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী (অনুবাদক) , শাইখ আব্দুল্লাহ মাহমুদ (অনুবাদক) , শাইখ ড. আব্দুল্লাহ ফারুক সালাফী (অনুবাদক), পৃষ্ঠা ৩৫৫ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"