06.জান্নাতে নারীরা কী পাবে?

‘হূর’ (حُوْرٌ) শব্দটি স্ত্রীলিঙ্গ। এটি জান্নাতী পুরুষদের জন্য নির্ধারিত। ইসলাম ধর্মের বিশ্বাস অনুসারে, জান্নাতী মহিলাদের জন্য জান্নাতে একজন মাত্র স্বামী থাকবে, যেখানে জান্নাতী পুরুষেরা পাবে ৭২ জন করে হুর। বিভিন্ন স্থানে বলা হয়েছে, জান্নাতী নারীদের তার স্বামীর হুর বাহিনীর সর্দারনী করে রাখা হবে। আসুন শুরুতেই কয়েকজন আলেমের বক্তব্য শুনি,

এই বিষয়ে একটি বিখ্যাত ফতোয়াতে বলা আছে, বনু আদমের মধ্য থেকেই তাদের স্বামী থাকবেন। আসুন ফাতোওয়া আরকানুল ইসলাম গ্রন্থ থেকে পড়ি, [1]

নারী

তথ্যসূত্র

  1. ফাতোওয়া আরকানুল ইসলাম, শায়খ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন, পৃষ্ঠা ১০২, ১০৩ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"