14.কোরআন থেকেই আমেরিকা আবিষ্কার?

বাংলাদেশের মুফতি ইব্রাহিমসহ আরও অনেক ইসলামিক বক্তা দাবি করেছেন যে, কোরআন থেকেই আমেরিকা মহাদেশের আবিষ্কার সম্ভব হয়েছে, অর্থাৎ কোরআনে আগে থেকেই আমেরিকার অস্তিত্বের ইঙ্গিত ছিল। এটি একেবারেই ভিত্তিহীন এবং উদ্ভট একটি দাবি, যা কেবলমাত্র ধর্মীয় গোঁড়ামি ও অন্ধবিশ্বাসের প্রতিফলন। এমন দাবি করার পেছনে কোনো ঐতিহাসিক, বৈজ্ঞানিক বা যৌক্তিক ভিত্তি নেই। স্পষ্টতই, ওয়াজ মাহফিল বা ধর্মীয় সমাবেশগুলোতে এমন অমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে বা চ্যালেঞ্জ করতে কেউ থাকে না, ফলে এই ধরনের বক্তারা অবাধে যা খুশি বলে যেতে পারেন এবং সাধারণ মানুষ তা অনায়াসে বিশ্বাস করে নেয়। ‘মাশাল্লাহ’ বা ‘সুবহানাল্লাহ’ বলার মতো আবেগী প্রতিক্রিয়া প্রদর্শনে মস্তিষ্কের কোনো গভীর চিন্তার প্রয়োজন হয় না, বরং এটি নিম্নস্তরের যুক্তিবোধেরই পরিচায়ক। ফলস্বরূপ, ধর্মের নামে এসব ভিত্তিহীন বক্তব্য প্রচার করে সাধারণ মানুষের মাঝে অন্ধবিশ্বাস ও কুসংস্কার ছড়িয়ে দেওয়া হয়, যা সমাজের শিক্ষার মান এবং চিন্তাশক্তিকে আরও নিচের স্তরে নামিয়ে আনে। এসব উদ্ভট দাবি শুধু মানুষের শিক্ষার অভাবকেই কাজে লাগিয়ে তাদের মনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে না, বরং এটি একটি জাতিকে যুক্তিবোধহীন, কুসংস্কারাচ্ছন্ন ও চিন্তাশক্তিহীন করে তোলার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।