04.আলেমদের বিতর্কের আহবান

আমাদের বিভিন্ন লাইভ বিতর্ক অনুষ্ঠানে ধার্মিক মুমিন ভাইয়েরা প্রায়ই বলেন, “আপনারা কেন আলেমদের সাথে বিতর্ক করেন না? আলেমরাই আপনাদের দাঁতভাঙা জবাব দিতে পারতেন। আপনারা শুধু সাধারণ মুসলিমদের সাথেই বাহাদুরি দেখান!”

এই কথাগুলো বলে তারা বোঝাতে চান যে, আমরা কেবল সহজ প্রতিপক্ষদের হারিয়ে আত্মতুষ্টিতে ভুগি। কিন্তু আলেমরা এলে আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। এই অভিযোগ সেই প্রথম থেকেই শুনছি। যে কেউ বিতর্কে আসুক না কেন, তাদের ব্যাপারে দাবি করা হয়, তারা ইসলাম সম্পর্কে জানেন না। সত্যিকারের ইসলাম আসলেই কী কেউ জানে?

অনেকেই আসেন, বিভিন্ন উদ্ভট দাবি করেন, তারপর বলেন যে, “কাল প্রমাণসহ আবার আসব,” কিন্তু তারা আর ফিরে আসেন না।

যখন আমরা আলেমদের সাথে যোগাযোগ করি, তখন সেই একই মুমিন ভাইয়েরা বলেন, “আলেমরা খুব জ্ঞানী, কিন্তু তারা বিতর্ক করার মানুষ নন। বিতর্কের কৌশল তাদের জানা নেই। আপনারা ইসলামের দাইয়ীদের সাথে কথা বলুন।”

এরপর দাইয়ীদের সাথে যোগাযোগ করলে আবার সেই মুমিন ভাইয়েরা বলেন, “দাইয়ীরা তো ইসলাম ঠিকমতো জানেন না। আপনারা বরং আলেমদের সাথে বসুন।”

আবার যখন আলেমদের ডাকা হয়, তখনও একই মুমিন ভাই বলেন, “আলেমরা তো বিতার্কিক নন। তাদের কেন ডাকলেন?”

এইভাবেই মুমিনদের যুক্তি একটি চক্রের মধ্যে ঘুরপাক খায়। একই অভিযোগ, একই অজুহাত।