সীরাত গ্রন্থ থেকে জানা যায় যে, নবী মুহাম্মদ এক যুবক খ্রিস্টানের দোকানে বসে থাকতেন। যেই ক্রীতদাসের সাথে নবীর সুসম্পর্ক ছিল। আরবের পৌত্তলিকদের দাবী ছিল, এই খ্রিস্টান যুবকের কাছ থেকে নবী ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন গল্পকাহিনী শুনতেন। এমন হওয়া অস্বাভাবিক নয় যে, মুহাম্মদ এই গোলামের কাছ থেকে প্রাচীনকালে লোকমুখে প্রচলিত নবীদের গল্প শুনতো [1] [2] –
এবারে আসুন তাফসীরে মাযহারী থেকে সূরা নাহলের তাফসীরের একটি অংশ পড়ে নেয়া যাক, [3] –
তাফসীর গ্রন্থগুলো থেকে আসুন দেখে নিই, সেই সময়ের কাফেরদের বক্তব্যগুলো যা জেনে নেয়া প্রয়োজন। বলাবাহুল্য যে, মুসলিমরা কাফেরদের এই কথাগুলো বিশ্বাস করে না, তাই তাদের গ্রন্থেও এগুলো মিথ্যা কথা সেটিই লেখা থাকবে। যে যুক্তিগুলো মুসলিমদের পক্ষে যায়, মুসলিমদের গ্রন্থে সেগুলোই থাকবে। কাফেরদের যুক্তিগুলো নিশ্চয়ই মুসলিমরা তাদের গ্রন্থে লিখবে না [4] –
তথ্যসূত্র
- সীরাতুন নবী (সা), দ্বিতীয় খণ্ড, ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা ৯৯ [↑]
- সীরাতে রাসুলাল্লাহ , ইবনে ইসহাক, অনুবাদঃ শহীদ আখন্দ, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ২১৪ [↑]
- তাফসীরে মাযহারী, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৫৮৬, ৫৮৭ [↑]
- তাফসীরে জালালাইন, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৫২৯-৫৩০ [↑]
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"