15.খুন হওয়া শিশুদের তাকদীর

অনেক ইসলামিক আলেমের মুখেই আমরা শুনি, আইয়্যামে জাহিলিয়াতের যুগে মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো, দয়াল নবী, নারীপ্রেমি নবী এসে এই প্রথা নাকি বন্ধ করেন। অথচ, সেরকম কোন তথ্যসূত্র জানা যায় না। বরঞ্চ খাদিজা সহ অন্যান্য নারীদের ইতিহাস পড়লে মনে হয়, সেই সময়ে নারীরা আসলে ক্ষমতার অধিকারীই ছিল। কিন্তু নবী কী আসলেই জীবন্ত কবর দেয়া মেয়েদের প্রতি ভালবাসা অনুভব করতেন? তাদের জন্য দুঃখ পেতেন? নবী মুহাম্মদ বলেছেন, মুশরিকদের মধ্যে যেসকল মানুষ তাদের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিয়েছে, তারা জাহান্নামে যাবে, সেই সব শিশুরা, যাদের জীবন্ত কবর দেয়া হয়েছে, যাদের কোন পাপ পূন্য কিছুই ছিল না, তারাও জাহান্নামে যাবে [1]

সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৩৫/ সুন্নাহ
পরিচ্ছেদঃ ১৮. মুশরিকদের সন্তান-সন্ততি সম্পর্কে।
৪৬৪২. ইব্‌রাহীম ইবন মূসা (রহঃ) ….. আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা- উভয়ই জাহান্নামী।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ শা‘বী (রহঃ)

আসুন এই হাদিসটির ব্যাখ্যাও পড়ে নেয়া যাক [2]

শিশুদের

তথ্যসূত্র

  1. সূনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৪৬৪২ []
  2. মিশকাতুল মাসাবীহ ( মিশকাত শরীফ), আধুনিক প্রকাশনী, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১২০-১২১ []


সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ "সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন"